অনলাইনের গুরুত্বপূর্ণ ঠিকানা ইমেইল খুলতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার। ক্ষনম্থায়ী পৃথিবীতে প্রত্যেক মানুষের একটা নিদিষ্ট ঠিকানা আছে,যে ঠিকানায় তাঁকে খুঁজে পাওয়া যায়। |
তেমনি অনলাইনে একটা নিদিষ্ট ঠিকানা থাকা প্রয়োজন, যাতে গুগল বা অনলাইন সহজেই তাঁকে খুঁজে পায়,তা হলো ইমেইল বা জিমেইল একাউন্ট।
তো বন্ধুরা আজকের টিউটরিয়ালে কিভাবে এন্ড্রোয়েড মোবাইল দিয়ে অনলাইনের গুরুত্বপূর্ণ ঠিকানা ইমেইল বা জিমেইল খোলা যায় বা create করা যায়,সে সম্পর্কে আলোচনা করবো।
ইমেইল খোলাঃ-
একটি ইমেইল বা জিমেইল বা ইয়াহু একাউন্ট খুলতে আমরা এন্ড্রোয়েড ফোনে বা কম্পিউটারের যেকোন একটি ব্রাউজারে ক্লিক করবো।
সবচাইতে best ব্রাউজার হচ্ছে গুগল।
গুগল অপেন করলাম।
তারপর যে ইন্টারফেস আসবে,সেখানে উপরে ডানদিকে একটি মানুষের মতো বা যেকোন মনযোগ্রাম থাকতে পারে, সেইটার উপর ক্লিক করবো।
আপনার যদি কোন দিন একাউন্ট খোলা থাকে, তাহলে সেই একাউন্ট চলে আসবে এবং তার নিচে থাকবে add another account লেখা থাকবে সেখানে ক্লিক করবো।
আর যদি ইমেইল খোলা না থাকে সেক্ষেত্রে লেখা থাকবে log in. এখানে ক্লিক করবো।
তারপর যে ইন্টারফেস আসবে, সেখানে নিচের দিকে create new account লেখা থাকবে এখানে ক্লিক করবো।
তারপর একটি অপশন আসবে, সেখানে, for myself এ ক্লিক করবো।
নাম-ঠিকানা পুরণঃ-
এরপর আপনার নাম দিতে হবে।
first name…………..নিজের নামের প্রথম অংশ লিখবেন
last name………………নামের দ্বিতীয় অংশ বা শেষ অংশ লিখবেন।
তারপর Next option এ ক্লিক করবো।
একটি ঘর আসবে সেখানে মোবাইল নম্বার দিতে হবে এবং বামে 🇧🇩 থাকবে।
এখানে ক্লিক করলে একটি ঘর এখানে ৬ অংকের একটি কোড বসাতে হবে,যা আপনার উক্ত নাম্বারে ম্যাসেজে পাঠিয়ে দিবে।
এরপর Next বাটনে ক্লিক করবো।
যে ইন্টারফেস আসবে সেখানে Date of Birth এবং gender থাকবে
Date of birth………….month…date…year….আপনার জন্ম তারিখ বসাবেন।
gender…….male/female আপনি পুরুষ না মহিলা তার সিলেক্ট করবেন।
তারপর Next বাটনে ক্লিক করবো।
এখানে আপনার সাম্ভাব্য ২টি দেয়া থাকবে।
সেখান থেকে যেটা ভাল লাগে, সেইটা সিলেক্ট করবো এবং Next বাটনে ক্লিক করবো।
এরপর আপনার মনের মতো কমপক্ষে ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড দিবে,যা পরবর্তীতে বিশেষ প্রয়োজন হবে এবং confirm এর ঘরে আবার ঐ পাসওয়ার্ড লিখতে হবে এবং Next বাটনে ক্লিক করবো।
তাহলে হয়ে গেল নতুন ইমেইল বা জিমেইল একাউন্ট।
এই সাইটের আরো কিছু টিউটোরিয়ালঃ-
ফেসবুকগ্রুপ সেটিংস কিভাবে করলে ফ্রী প্রমোট হবে।
ফেসবুক প্রোফাইলকে পেজে রুপান্তর করবেন কিভাবে? সব ঠিক রেখে।
তো বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তী টিউটোরিয়াল পড়ার প্রত্যাশায় এখানে ইতি টানলাম।
*How fine the tutorial is*
Pingback: কিভাবে সম্পুর্ণ ফ্রী ব্লগসাইইট তৈরি করে ডলার আয় করবেন - Lebu-Techno Bangla
Very useful article
Thanks so much
Pingback: কিভাবে সম্পুর্ণ ফ্রী ব্লগসাইইট তৈরি করে ডলার আয় করবেন create blogspot