টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুক বা ইউটিউব একাউন্ট খুলে থাকি খবর, শিক্ষা ও বিনোদনের জন্য,
আবার কেউ টাকা আয় করার জন্য।
কিন্তু টাকা আয় করবো কিভাবে তাই তো?
ধরুন ইউটিউবের কথা, এখানে কিভাবে টাকা ইনকাম করবো?
Adsense account খুলতে প্রথমে আমরা যেকোন একটি ব্রাউজার অপেন করবো।
নিচের ছবির মত।
![]() |
Pic-Google browser |
আমি গুগল ব্রাউজার অপেন করলাম।
তারপর ঐ ব্রাউজারের সার্চ বক্সে নিচের ছবির মতো
Adsense account লিখে সার্চ দিবো।
![]() |
Pic-Search box |
এরপর যে ইন্টারফেস আসবে, সেখানে নিচের ছবির মতো লাল চিহ্নিত স্থানে Google adsense এর উপর ক্লিক করবো।
![]() |
Pic-Google adsense |
এর উপর ক্লিক করলে যে ইন্টারফেস আসবে, অর্থাৎ একটি পু্র্ণাঙ্গ ফরম আসবে নিচের ছবির মত।
![]() |
Pic- Form |
ফরমটি যথাযথ পুরণ করতে হবে।Customer information form
প্রথমে পুরণ করতে হবে Account type
ইউটিউবারদের জন্য Individual দিলে ভালো হয়ে।
তারপর Name and address এ
Name এর জায়গায় চ্যানেলের নাম অটোমেটিক আসবে, তাই থাকবে।
উপরের ছবিতে লক্ষ্য করুন। এবার নিজের পুর্নাঙ্গ ঠিকানা দিব। ঠিকানা ভুল করা যাব না। কারণ ঐ ঠিকানায় পিন ভেরিফাই চিঠি আসবে।
নিচের ছবির মতো।
![]() |
Pic-address form |
এখানে address line 1 এ আমাদের চিঠির যোগাযোগের লিখবো এখানে যদি সব না লেখা হয়,, তবে address line2 তে লিখতে হবে।
এরপর city, postal code, Phone number
পুরণ করে Submit এ ক্লিক করলেই কাজ শেষ।
তারপর আপনার ইমেইলে একটি Confirmation ম্যাসেজ আসবে, সেটা কনফার্ম করতে হবে।