মোবাইল বা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার অপেন করবো,আমি ক্রোম ব্রাউজার অপেন করলাম।
সেখানে সার্চবক্সে www.subpals.com লিখে সার্চ দিবো নিচের ইন্টারফেসের মতো।
এরপর যে ইন্টারফেস আসবে,ওখানে উপরে ডানদিকে একটি লাল বাটন register/log in
এখানে ক্লিক করবো,তার একটি ফরম আসবে ওখানে ইমেলে, পাসওয়ার্ড দিলে রেজিস্টার হয়ে যাবে।
এরপর নিচের দিকে সাবস্ক্রাইব নেয়ার জন্য কয়েকটি প্যাকেজ আছে নিচের ছবির মতো।
এখান থেকে উপরের ফ্রী প্যাকেজটি চয়েচ করবো।
অর্থাৎ Starter প্যাকেজ।
এই প্যাকেজটি গ্রহণ করার সুবিধাগুলো নিচে দেয়া আছে, এগুলো পড়ে দেখবো।
অর্থাৎ প্রতি ১২ ঘন্টা পর পর এই প্যাকেজটি একটিভ হবে,তখন ব্যবহার করে ফ্রী সাবস্ক্রাইব নিতে পারবো।
এখানে আপনি প্রতি ১২ ঘন্টায় ২০ টা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ও ২০ টা লাইক দিতে হবে,তাহলে তার ১২ ঘন্টা পর আপনি পাবেন অর্ধেক সাবস্ক্রাইব অর্থাৎ ১০ সাবস্ক্রাইব। দিনে দু’বার এভাবে খেলতে পারবেন।
আর দুইবার ১০+১০=২০ টি সাবস্ক্রাইব অর্জন করতে পারবেন,যা সম্পুর্ণ ফ্রীতে এবং সম্পুর্ণ বৈধ পন্থায়।
অর্থাৎ এই পদ্ধতি গিভ এন্ড টেক পদ্ধতি।
যাইহোক উপরের তিন নম্বার ছবির মতো ফ্রী প্যাকেজের নিচে লাল বাটন Active now এখানে ক্লিক করবো।
এখানে ক্লিক করলে আমাদেন চ্যানেলের ঠিকানা বা url এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে,তাহলে নিচের ছবি মতো একটি ইন্টারফেস আসবে।
এখানে ছবিতে লক্ষ্য করুন সবুজ মার্ক করা স্থানটিতে সংখ্যায় ২০ টি চ্যানেল থাকে একটি চ্যানেল সাবস্ক্রাইব করলে পরে থাকবে ১৯ টি এভাবে ১৮,১৭,১৬,,,,,,,,০ তে আসবে, তখন শেষ হবে।
আবার ১২ ঘন্টা পর আবার এই পপ আপ পাবেন,তকনো একইভাবে সাবস্ক্রাইব করতে হবে।
তারপর উপরের ছবিতে লাল এরো চিহ্নিত তিন স্থান মার্ক করার 1 নং এরো চিহ্নিত সবুজ বাটন Like and Subscribed স্থানে ক্লিক করবো, তারপর ইউটিউব ট্যাবে সিয়ে যাবে,সেখানে যে চ্যানেলটি আসবে,
সেইটাকে লাইক দিতে হবে এবং ঐ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাক করে আসবো পূর্বের পপ আপে নিচের ছবির মতো।
এখানে 2 নং এ্যারো চিহ্নিত স্থান Confirm বাটনে ক্লিক করলে,উপরের সবুজ চিহ্নিত স্থানটি ২০ থেকে ১৯ হবে।
এভাবে ০ পর্যন্ত আসলে কাজ শেষ। তাহলে ১০ টি সাবস্ক্রাইব পেয়ে গেলেন।
আবার ১২ ঘন্টা পর এভাবে ১০ টি সাবস্ক্রাইব পেয়ে যাবেন,তাহলে মোট ২০ সাবস্ক্রাইব পেয়ে যাবেন একদম ফ্রীতে।
ফ্রী সাবস্ক্রাইব সাইটে
সরাসরি ঢুকতে এখানে ক্লিক করুন।
————————————————————–
Pingback: সেট করুন-প্রোফাইল,ব্যানার ও ওয়াটারমার্ক ফটো Youtube Channel Customize
Pingback: ইউটিউব চ্যানেল নাম ফিক্স করবেন How to fix translation channel name