ফেসবুক আইডিতে পেজ খুলি কেউ বিনোদনের জন্য, আবার কেউ খবর দেখার জন্য, কেউ আবার টাকা আয় করার জন্য।
সেরকম আয় করার চিন্তা মাথায় রেখে একটি ফেসবুক পেজ তৈরি করা যায়।
কিন্তু দেখা যায় যে একটি ফেসবুক পেজ তৈরি করতে গিয়ে সেইটা ঠিকভাবে সেটিং করতে না পেরে এক এক করে বেশ কয়েকটি পেজ তৈরি হয়ে গেছে।
তখন অতিরিক্ত পেজ গুলো ঝামেলা করে। এজন্য এগুলো মুছে ফেললে সবচেয়ে বেশি ভালো হয়।
ড্যাটা চালু রেখে Facebook app এ ক্লিক করবো। নিচের ছবির মতো।
এরপর যে ইন্টারফেস আসবে সেখানে উপরে ডানদিকে থ্রী লাইনে ক্লিক করবো। নিচের ছবির মতো।
![]() |
Pic-Three line |
তারপর যে ইন্টারফেস আসবে সেখানে ফেসবুক আইডির নিচে পেজ গুলো সিরিয়ালি থাকবে।
যে পেজটি ডিলিট বা রিমুভ করবো, যেমন আমার পেজ “Nnnnn”
তার উপর ক্লিক করবো নিচের ছবির মতো।
![]() |
Pic-page name |
তারপর যে ইন্টারফেস আসবে সেখানে প্রোফাইল ফটোর নিচে ডান পাশে View As অপশনে ক্লিক করবো নিচের ছবির মতো।
![]() |
Pic-View as |
তারপর যে ইন্টারফেস আসবে সেখানে, ঐ পুর্বের স্থানে °°° থ্রী ডট আসবে,
তার উপর ক্লিক করবো, নিচের ছবির মতো।
![]() |
Pic-Three dot |
এরপর যে ইন্টারফেস আসবে সেখানে Edit Page অপশন আসবে তার উপর ক্লিক করবো, নিচের ছবির মতো
![]() |
Pic-Edit page |
তারপর যে ইন্টারফেস আসবে সেখানে নিচের দিকে
Settings অপশনে ক্লিক করবো নিচের ছবির মতো
![]() |
Pic-page Settings |
এরপর যে ইন্টারফেস আসবে সেখানে উপরে
Generals অপশনে ক্লিক করবো নিচের ছবির মতো
![]() |
Pic-general settings |
তারপর যে ইন্টারফেস আসবে সেখানে
Remove Page অপশনে ক্লিক করবো নিচের ছবির মতো।
![]() |
Pic-remove page |
এরপর যে ইন্টারফেস আসবে সেখানে
Delete page অপশনে ক্লিক করবো নিচের ছবির মতো। আমার পেজটি” Nnnnn” Permanently
ডিলিট হয়ে যাবে।
![]() |
Pic-delete page |
তারপর নিচের ছবিতে লক্ষ্য করুন আমার ঐ Nnnnn পেজটি আর এখানে নেই স্থায়ী ভাবে ডিলিট হয়ে গেছে।
![]() |
Pic-page list |
Nice
Pingback: ফেসবুক পেজ প্রমোট করতে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস facebook page promote