আমাদের অনেকেরই ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে।চ্যানেলটি র ্যাংকে আনতে ভিডিও ভাইরাল করাতে আমাদের প্রথম ও প্রধান শর্ত হচ্ছে ভাল কোয়ালিটির ভিডিও কন্টেন্ট বানানো।মোবাইল ফোন দিয়ে ভাল কোয়ালিটির ভিডিও বানানো অনেক কঠিন।
তবুও তো বানাতে হবে। কনটেন্ট তৈরি করতে হবে।
যতদুর সম্ভব ভাল এ্যাপ ব্যবহার করে একটু ভাল কোয়ালিটি ভিডিও বানানো সম্ভব।
তো বন্ধুরা লেবু টেকনো বাংলার আজকের টিউটোরিয়ালে এমন একটি বেস্ট ভিডিও এ্যাপ নিয়ে আলোচনা করতে চলেছি।
আমরা এন্ড্রোয়েড ফোনের Play store এ যাব।
ওখানে সার্চ বক্সে Mix Camera লিখে সার্চ দিলে যে ইন্টারফেস আসবে সেখানে উপরের এ্যাপটি (নিচের ছবিতে লাল চিহ্নিত) দেখে নিয়ে ইনস্টল করবো।
![]() |
Pic- play store Mix camera app |
ইনস্টল করার পরে এ্যাপলিকেশনটি open করবো।
তাহলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic- Mix camera |
তারপর উপরে ডানদিকে লাল তীর চিহ্নিত থ্রী লাইনে ক্লিক করবো।
তারপর যে ইন্টারফেস আসবে সেখানে উপরে বামপাশে setting এ ক্লিক করবো।
নিচের ছবির মতো।
![]() |
Pic- settings Mix camera app |
এরপর ক্যামেরাটি কিছু সেটিংস করে নেবো। প্রধান প্রধান সেটিংস গুলো নিচে দেয়া হলো।
Picture quality =High
Save pictures as previewed=on
Video quality = HD 1280×720
mix camera watermark =of
review picture =on
Face detection =of
এবং অন্যান্য সেটিংস গুলো ছবিতে লক্ষ্য করবেন।
![]() |
Pic- mix camera app All settings |
সেটিংস শেষ হলে আমরা ব্যাক করে আসবো তাহলে
নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
এখানে ছবির নিচে ডানপাশে লাল চিহ্নিত স্থানে ক্লিক করলে সামনের ক্যামেরাFace camera) চালু হবে বা ভিডিও চালু হবে।
![]() |
Pic-Start video shout in Mix camera |
উক্ত ইন্টারফেসের নিচে মাঝখানে লাল গোল চিহ্ন আছে ওখানে ক্লিক করলে ভিডিও চালু হবে।
ভিডিও টি অনেক সুন্দর হচ্ছে। বেস্ট ভিডিও।
নিচের ছবিতে লক্ষ্য করুন।
![]() |
Pic-stop video shouting |
ভিডিও করা শেষ হলে চলন্ত ভিডিওর ডানপাশের মাঝখানে একটি গোল ঘরে লাল বর্গের চিহ্ন আছে
উপরের ছবির মতো, সেখানে ক্লিক করলে ভিডিও রেকর্ডিং থেমে যাবে।
পরে ভিডিও টি আবার প্লে করে দেখতে পারবে।
তো বন্ধুরা mix camera app টি আসলে অনেক সুন্দর। অনেক ভাল।
সুন্দর টিউটোরিয়াল। ধন্যবাদ
nice content
Thanks so much
Welcome