আমরা অনলাইনে অনেক ধরণের একাউন্ট তৈরি করে থাকি। যেমন-ফেসবুক,টুইটার, ইন্সটাগ্রাম, গুগল প্লাস, গুগল, পিন্টারেস্ট ইত্যাদি। |
তার মধ্যে সবচেয়ে জনপ্রিয ও বহুল ব্যবহৃত একটি একাউন্ট হলো ফেসবুক একাউন্ট।
এর ভিতরে রয়েছে পেজ ও গ্রুপ।
যার এডমিন হিসাবে স্বয়ংক্রিয়ভাবে থাকেন ফেসবুক একাউন্ট হোল্ডার নিজেই।
এই এডমিনকেই পরিচালনা করতে হয় উক্ত পেজ বা গ্রুপগুলো।
এ দুটি মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ফেসবুক পেজ।
যার মাধ্যমে টাকা আয় করা যায় ভিডিও আপলোডের মাধ্যমে।
যাদের একটি বা দুটি পেজ আছে। তাদের জন্য আমার আজকের টিউটোরিয়ালটি
সম্পুর্ণ পড়বেন যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে।
আমরা ফেসবুক এ্যাপে ক্লিক করবো
নিচের ছবির মতো –
প্রতিটি ছবিতে লাল চিহ্নিত স্থান গুলোতে ক্লিক করবো।
![]() |
Pic-Facebook app |
তারপর আমাদের সামনে যে ইন্টারফেস আসবে, এটাকে ফেসবুক নিউজ ফিড বলা হয়।
সেখানে উপরে ডানদিকে থ্রি লাইন আছে, ওখানে ক্লিক করবো। নিচের ছবির মতো –
![]() |
Pic- Facebook news feed |
ওখানে ক্লিক করলে আমাদের একাউন্ট বা প্রোফাইলের যাবতীয় তথ্যাবলীর একটি তালিকা আসবে। নিচের ছবির মতো।
এই তালিকায় উপরে থাকবে একাউন্ট হোল্ডারের নাম,তার নিচে পেজের নাম, পেজ,ফ্রেন্ড,সেভ ওয়াচ ভিডিও ,গ্রুপের নাম গ্রুপ ইত্যাদি ।
আপনার কোনটা গ্রুপ নাম আর কোনটা পেজ নাম, তা আপনি তো নিজেই ভাল জানেন।
তবে ছবিতে উপরেরটিই আমার পেজের নাম।
![]() |
Pic-Facebook page name |
তো এখানে আমরা পেজের নামের উপর ক্লিক করবো।
তবে তার নিচে Pagesলেখার উপর ক্লিক করলে আপনার যে কয়টি পেজ খোলা আছে তার লিস্ট আসবে ।
সেখানে যে পেজে ভিডিও আপলোড করবেন সেইটাতে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে। অর্থাৎ আপনার পেজের প্রোফাইল খুলে যাবে।
![]() |
Pic-Post to Facebook page |
এখানে আপনার পেজের প্রোফাইল ছবি থাকবে, পেজের নাম থাকবে।
তার নিচ পাশাপাশি কয়েকটি অপশন থাকবে।
তারমধ্যে একটি অপশন থাকবে Post
এখানে ক্লিক করবো। তারপর যে ইন্টারফেস আসবে, তা নিচের ছবির মতো।
![]() |
Pic- upload video |
এখানে কয়েকটি অপশন থাকবে। এর দ্বিতীয় অপশনটি লেখা থাকবে Photo/Video
এখানে ক্লিক করবো।
তারপর আপনার এন্ড্রোয়েড ফোনের গ্যালারিতে নিয়ে আসবে।নিচের ছবির মতো।
![]() |
Pic- video galari |
গ্যালারিতে থেকে যে ভিডিওটি পেজে আপলোড করবেন বলে মনস্থির করেছেন।
তার উপর ক্লিক করুন এবং ঐ ইন্টারফেসের উপরে ডানদিকে Next বাটনে ক্লিক করুন।
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic-Post upload video |
এখানে ভিডিওর উপর What’s on your mind? লেখায় ক্লিক করবো।
এখানে ভিডিও সম্পর্কে কিছু লিখবেন।লেখা শেষ করে উপরে ডানদিকে SHARE বাটনে ক্লিক করবো।
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic- Video upload on page |
এখানে কয়েকটি অপশন থাকবে।
তারমধ্যে News feed এ টিক মার্ক দিতে হবে এবং ঐ ইন্টারফেসের সর্বনিচে SHARE NOW বাটনে ক্লিক করবো।
তাহলেই ভিডিওটি আপলোড হতে চললো।
ভিডিওটি আপলোড হলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic-uploaded video on page |
তবে ভিডিওটি আপলোড হতে একটু সময় লাগবে।
ভিডিওটির দৈর্ঘ্যের উপর নির্ভর করে সময় কম-বেশি লাগে।
সাধারনতঃ ফোন দিয়ে ভিডিও আপলোড করলে ২ মিনিট থেকে শুরু করে ২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
Very good writing
Very fine