ওয়বসাইটে শেয়ারবাটন যোগ করুন বা এড করুন সম্পুর্ণ এন্ড্রোয়েড ফোন দিয়ে খুব সহজেই।
ব্লগার বা ওয়েবসাইট থেকে আয় করার জন্য সাইটটি মনিটাইজেশন করতে হবে এবং তা এ্যাডসেন্স এপ্রুভ করতে পারলেই টাকা ইনকাম করা শুরু হবে।
সে জন্য আমাদের ব্লগ সাইট বা ওয়েবসাইটটি সুন্দর করে সাজাতে হবে,যাতে সহজেই মনিটাইজেশন এপ্রুভ হয়। সুন্দরভাবে সাজানোর একটি পদ্ধতি হলো ওয়বসাইটে শেয়ারবাটন যোগ করুন।
কিভাবে ওয়বসাইটে শেয়ারবাটন যোগ করবোঃ-
ওয়বসাইটে শেয়ারবাটন যোগ করুন বা এড করতে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে।
প্রথমে আমরা যেকোন একটি ব্রাউজারে ব্রাউজ করবো। নিচের ছবিতে লাল মার্ক করা ব্রাউজার।
আমি ক্রোম ব্রাউজারে ব্রাউজ করলাম।
এতে সার্চবক্সে www.addthis.com লিখে সার্চ দিবো।
এতে সার্চবক্সে www.addthis.com লিখে সার্চ দিবো।
তাহলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
এখানে লাল গোল চিহ্নিত স্থান Active Share Button -এ ক্লিক করবো।
তাহলে নিচের ছবির মতো একটি নতুন ইন্টারফেস আসবে।
এখানে একটি ফরম আসবে, সেই ফরমটি পুরণ করতে হবে। ওয়বসাইটে শেয়ারবাটন যোগ করতে হলে।
এখানে আমাদের যে সাইটটিতে শেয়ার বাটন এড করবো,সেই সাইটটির ইমেল লিখে দিতে হবে।
তারপর ঐ ইমেলের পাসওয়ার্ডটি পরপর দুইটি ঘরে দিতে হবে।
এরপর দেশের নাম দিতে হবে।আমি বাংলাদেশি, তাই বাংলাদেশ দিলাম।আপনারা যে যে দেশের, সেই দেশ দিয়ে দিবেন।
তার নিচের একটি শর্তের ঘর আছে,সেখানে বামপাশে টিক দিতে হবে।
এরপর I am not robot এর বাম পাশে টিক দিতে হবে। দেওয়া হলে নিচের Let’s Get Started বাটনে ক্লিক করবো। তাহলে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
সিলেক্ট শেয়ার বাটনঃ-
এখানে যে যে বাটনগুলো শেয়ার অপশনে রাখবো,তা নিচের লাল চিহ্নিত স্থানে ক্লিক করে সেই বাটনগুলো এড করে সেলেক্ট করবো।
শেয়ার বাটনগুলো কিভাবে ওয়েবসাটে থাকবে, তাও সেলেক্ট করবো।
তবে সবচেয়ে ভালো হয় Floating option এ সেলেক্ট করা।কারণ এই অপশনে বাটনগুলো ভাসমান অবস্থায় থাকে এবং সুন্দর দেখায়। নিচের ছবিতে দেখুন।
এরপর যে ইন্টারফেস আসবে,তাতে লাল চিহ্নিত স্থান An HTML website এখানে ক্লিক করবো।
এখানে ক্লিক করলে নিচের ইন্টারফেসের একটি html কোডের ঘর আসবে।
এই কোডটি কপি করে নিবো এবং ওয়েবসাইটের থিমের html এ </body>এর উপরে পেস্ট করে দিবো।
নিচের ছবিতে লক্ষ্য করুন।
নিচের ছবিতে লক্ষ্য করুন।
এটা করতে গেলে ব্লগার সাইটের ড্যাসবোর্ডে গিয়ে Theme option এ ক্লিক করবো।
তারপর Edit html এ ক্লিক করলে html কোডের ঘর চলে আসবে।
ইডিট এইচটিএমএলঃ-
ফোন দিয়ে html edit করা অনেক কঠিন।তবুও chrome বা puffins browser এ desktop মোড করে করা যায়।
যাইহোক কপিটি পেস্ট করে দিয়ে উপরে সেভ বাটনে ক্লিক করবো।
তাহলে হয়ে গেল, অল ওকে।
তাহলে হয়ে গেল, অল ওকে।
এবার ব্লগের viewsতে ক্লিক করি,তাহলে নিচের মতো ছবি আসবে এখানে দেখুন শেয়ার বাটনগুলো ভাসমান রয়েছে।
ওয়েবসাইট সমন্ধে কিছু টিউটোরিয়ালঃ-
কিভাবে ওয়েবসাইটকে গুগল সার্চে ১নম্বার রেঙ্কে আনবেন-Website seo tools এর মাধ্যমে?
কিভাবে ওয়েবসাইট Google Search Console-এ যুক্ত করে ওনারশীপ ভেরিফাইড করবেন।
এডসেন্স আদি অন্ত। কিভাবে Google adsense pin verified করবেন।