অনলাইন জগতে সোসাল মিডিয়ায় প্রথম ও প্রধান উপরের সিঁড়িতে রয়েছে তা হলো ফেসবুক মিডিয়া।
আর এর অন্যতম সেকশন হলো ফেসবুক গ্রুপ। যা সবার প্রিয় একটি মিডিয়া।
শিক্ষা,চিকিৎসা, খবর,টিউটোরিয়াল, ব্যবসা-বাণিজ্য প্রচার ও যোগাযোগের একটি বাহন হচ্ছে ফেসবুক গ্রুপ।
ফেসবুকে অসংখ্য গ্রুপ আছে। সবাই চায় তার ফেসবুক গ্রুপটি তাড়াতাড়ি প্রচার হোক পৌঁছে যাক সবার নিকট।
কে না চায় তার ফেসবুক গ্রুপটি প্রমোট হোক বা বুস্ট হোক বা ভাইরাল হোক একদম ফ্রীতে, তাই না?
কিছু সেটিংসে আপনার ফেসবুক গ্রুপটি খুব সহজেই একদম ফ্রীতে প্রমোট করতে পারে।
কারণ ফেসবুক এ্যালগারিদম এভাবে কাজ করে থাকে।
তো আমরা ফেসবুক গ্রুপের এসব সেটিংস শুরু করে দেই।
এজন্য আমরা ফেসবুক অফিসিয়াল এ্যাপে লগিন করবো।
লগিন করলে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।

এখানে উপরের সারিতে উপরমুখি একটি এ্যারো চিহ্ন আছে তার ডানপাশে মানুষের মাথাওয়ালা একটি মোনোগ্রাম আছে, অর্থাৎ উপরের ছবিতে লাল বর্গ চিহ্নিত স্থানটি দেখুন ওখানে ক্লিক করবো।
এখানে ফেসবুক গ্রুপের একটি লিস্ট আসবে।
ওখান থেকে আপনার গ্রুপটি বেচে নিয়ে তার উপর আলতো প্রেস করুন।
আমার গ্রুপের নাম-Lebu-Techno Bangla. তাই ওখানে ক্লিক করলাম।
তাহলে আপনার গ্রুপটি খুলে যাবে।
গ্রুপটি অপেন হলে গ্রুপ কভার ফটোর নিচে বড় বড় অক্ষরে লেখা আপনার গ্রুপের নামটির উপর অর্থাৎ
নিচের ছবিতে লাল সামন্তরিক চিহ্নিত স্থানে ক্লিক করবো।

সেখানে ক্লিক করলে About বা Description এর একটি টেক্স ফিল্ড বা ঘর আসবে।
গ্রুপ প্রমোট করার জন্য এটি প্রথম ধাপ।
তাই মনোযোগ দিয়ে কাজ করবেন।
এখানে আপনার গ্রুপ রিলেটেড বা গ্রুপ সম্পর্কিত কিছু বর্ণনা করতে হবে হবে।
আমার গ্রুপটি টেকনোলজি রিলেটেড, তাই টেকনোলজি সম্পর্কে দর্শকের উদ্দেশ্য কিছু বর্ণনা করা হয়েছে।
আর এই লেখাটি নোটপ্যাডে লিখে রেখেছিলাম,
তা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম।
নিচের ছবিতে দেখুন।দেখলেই বুঝতে পারবেন।
-
Group Description
এরপর এই লেখাগুলো পাবলিশ করে দিবো।
এজন্য post বাটনে ক্লিক করবো।
তাহলে সবাই দেখতে পাবে সহজেই।
তারপর ব্যাক করে আবার আসবো পূর্বের পৃস্টায়।
এখানে এসে গ্রুপ কভার ফটোর উপরে ডানদিকে সাদা ছোট ঘরের মধ্যে একটি স্টার চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করবো।
তারপর যে ইন্টারফেস আসবে, সেখানে নিচের ছবিতে লক্ষ্য করুন লাল বর্গ চিহ্নিত স্থানটি keyword Alarts বাটন আছে, সেখানে ক্লিক করলে কিওয়ার্ড লেখা টেক্স বা রাইট ফিল্ড আসবে।
মনে রাখবেন এই অপশনটি গ্রুপ ফ্রী প্রমোট করতে সবচেয়ে বেশী ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে।
তাই এই কাজটি গুরুত্বের সাথে ও মনোযোগ সহ করবেন।
নিচের ছবিতে দেখুন কিওয়ার্ডগুলো।

আপনার গ্রুপটি যে বিষয়ের উপর নাম দিয়েছেন,
সেই বিষয়ে বা সেই মোতাবেক কিওয়ার্ডগুলো লিখতে হবে।
আমার ফেসবুক গ্রুপটি টেকনোলজি ও টিউটোরিয়াল রিলেটেড, তাই এই সম্পর্কিত কিওয়ার্ডগুলো লিখেছি।
আর এই কিওয়ার্ডগুলো আমি পুর্বেই নোটপ্যাডে লিখে রাখছিলাম।
নোটপ্যাডের ঐ কিওয়ার্ডগুলো কপি করে এনে ফেসবুক গ্রুপের এই টেক্সে পেস্ট করে দিলাম।
আপনারা যদি গ্রুপ রিলেটেড কিওয়ার্ডগুলো না তৈরি করতে পারেন।
তাহলে নিচের দেয়া লিংকটিতে ক্লিক করবেন।
তারপর যে ইন্টারফেস আসবে,ওখানে উপরের লিংকটাতে প্রেস করবেন।
তাহলে একটি নতুন ফিল্ড আসবে, এখানে একটি সার্চ বার আসবে, সেখানে আপনার গ্রুপ রিলেটেড যেকোন একটি কিওয়ার্ড বানিয়ে দিবেন এবং search অপশনে ক্লিক করবেন।
তাহলে অসংখ্য কিওয়ার্ড এসে যাবে। ওখানকার কিওয়ার্ডগুলো কপি করে এনে নোটপ্যাডে রাখবেন।
তা পরে নিয়ে এসে ফেসবুক গ্রুপে পেস্ট করে দিবেন। নিচের ছবির মতো।

এরপর ঐ কিওয়ার্ড টেক্স ফিল্ডের ডানপাশে মাঝখানে অর্থাৎ উপরের ছবিতে লাল বর্গ চিহ্নিত স্থান add বাটনে ক্লিক করলেই এই কিওয়ার্ডগুলো গ্রুপের সাথে সেট করে যাবে এবং গ্রুপটি সহজেই প্রমোট হয়ে যাবে।
কারণ আপনি যে কিওয়ার্ডগুলো লিখেছেন আপনার গ্রুপে।
তার যেকোন একটি ওয়ার্ড দিয়ে যদি কেউ ফেসবুকে সার্চ দেয়,
তাহলে আপনার গ্রুপটি তার সামনে চলে আসবে।
আর আপনার গ্রুপটি যদি তাকে ভালো লাগে, তখন তিনি জয়েন করবেন।
আর যদি বেশি পছন্দ হয়ে থাকে, তাহলে তার বন্ধুদের নিকট আপনার গ্রুপটির জন্য ইনভাইট করবেন।
তার বন্ধু,তার বন্ধু এভাবে ইনভাইট পাঠালে গ্রুপের সদস্য সংখ্যা দিন দিন বেড়ে যাবে এবং সেই সঙ্গে ফেসবুক এ্যালগারিদমও আপনার গ্রুপটিকে একেবারে উপরের দিকে নিয়ে যাবে। আর তখন গ্রুপটি প্রমোট হবে নিশ্চিত।
এবার আসি গ্রুপটির নীতিমালা বা রুলস সমন্ধে।
রুলস গুলো ঠিকঠাক রাখলে গ্রুপ তৈরির সব শর্ত পুরণ হচ্ছে, তখন ফেসবুক কতৃপক্ষ মনে করেন যে গ্রুপটিতে কিছুই ঘাটতি নেই, তাই গ্রুপটি উপরের দিকে বা প্রথম সারিতে তুলে দিতে পারে।
গ্রুপ রুলসগুলো অটোমেটিক আসে, তারপরও কিছু রুলস ইডিট করে নিজের মতো করে নিতে হয়।
রুলস সেটিংস করতে আমরা পুর্বের মেনুতে ফিরে আসবো।
ওখানে Keyword alarts বাটনের নিচে একটি বাটন আছে Rules বাটন,এখানে ক্লিক করবো।
তাহলে নিচের ছবিতের মতো গ্রুপ রুলস লেখার ফিল্ড চলে আসবে।

গ্রুপ রুলসগুলো যদি লিখতে না পারেন, তাহলে যেকোন বড় গ্রুপকে ফলো করে নোটপ্যাডে লিখে, পরে এখানে লিখবেন।
পুরা রুলস লেখার পর উপরের ছবিতে লাল এ্যারো চিহ্নিত স্থানের মাথায় PUBLISH বাটনে ক্লিক করলে হয়ে গেল সব সেটিংস।
এখন গ্রুপটি প্রমোটের অপেক্ষায়।
এ সম্পর্কিত নিচের ভিডিওটি দেখলে আরো ভালো বুঝবেন।
এখানে ক্লিক করুন