অনেকে ফেসবুক আইডি খুলি, আইডিতে পেজ খুলি কেউ বিনোদনের জন্য, আবার কেউ খবর দেখার জন্য, কেউ আবার টাকা আয় করার জন্য।
সেরকম আয় করার চিন্তা মাথায় রেখে একটি ফেসবুক পেজ তৈরি করা যায়।
ড্যাটা চালু রেখে Facebook app এ ক্লিক করবো। নিচের ছবির মতো।
![]() |
Pic-facebook app |
এরপর যে ইন্টারফেস আসবে সেখানে উপরে ডানদিকে থ্রী লাইনে ক্লিক করবো। নিচের ছবির মতো।
![]() |
Pic-Three line |
তারপর যে ইন্টারফেস আসবে সেখানে উপরে ডানদিকে Pages বাটনে ক্লিক করবো নিচের ছবির মতো।
![]() |
Pic-pages |
তারপর যে ইন্টারফেস আসবে সেখানে
নিচের দিকে Get started বাটনে ক্লিক করবো। নিচের ছবির মতো
![]() |
Pic- get started |
যে ইন্টারফেস আসবে সেখানে উপরে বামদিকে +Create বাটনে ক্লিক করবো। নিচের ছবির
মতো
![]() |
Pic-create page |
তারপর নিচের ছবির মতো ইন্টারফেসে উপরে
page name ঘরে আমাদের মনোনীত পেজের নামটি লিখবো।
তারপর নিচের Next বাটনে ক্লিক করবো।
![]() |
Pic-page name |
এরপর নিচে কয়েকটি categories লিস্ট আছে।
সেখানে ক্যাটাগরি চয়েস করবো বা যে ক্যাটাগরির পেজ তৈরি করছি, তা সিলেক্ট করবো।
নিচের ছবির মতো।
যেমন আমার পেজটিতে ভিডিও দেখাবো বা প্রচার করবো, সেজন্য আমার ক্যাটাগরি ভিডিও ক্রিয়েটর।
তারপর Next বাটনে ক্লিক করলে যে ইন্টারফেস আসবে নিচের ছবির মতো
এখানে যদি আপনার ওয়েবসাইট ঠিকানা থাকে তাহলে তা লিখে দিয়ে Next বাটনে ক্লিক করবো।
আর যদি ওয়েব ঠিকানা না থাকে তাহলে উপরে
skip এ ক্লিক করবো, নিচের ছবির মতো।
এরপর নিচের ছবির মতো ইন্টারফেসে তিনটি অপশন পুরণ করতে হবে লাল গোল চিহ্ন গুলো।
![]() |
Pic-add image |
উপরে কভার ফটো সিলেক্ট করবো, তারপর প্রফাইল
ফটো এবং তারপর Done এ ক্লিক করলেই হয়ে গেল ফেসবুক পেজ তৈরি।
Khub sundor
Pingback: ফেসবুক প্রোফাইলকে পেজে রুপান্তর করবেন কিভাবে? সব ঠিক রেখে