অনলাইনে হাজার হাজার টাকা আয় করা যায় ফ্রী ব্লগার বা ব্লগস্পট সাইট তৈরি করে।
ফ্রী ব্লগসাইট বানানো অনেক সহজ আপনারা সবাই এন্ড্রোয়েড ফোন দিয়ে বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ও পারা যায়।
আমি আজ দেখাবো এন্ডোয়েড ফোন দিয়ে ফ্রী ব্লগার সাইট বানানো।
আমরা স্মার্টফোন বা এন্ড্রোয়েড ফোনের অফিসিয়াল ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার খুলবো।
এখানে সার্চ বক্সে blogger.com লিখে সার্চ দিবো। সার্চ দেওযার পর নিচের ইমেজের মতো ইন্টারফেস আসবে।
create blog
এখানে বলা আছে create a unique and beautiful blog.It’s easy and free.
মার্ক করা সবুজ রঙে চিহ্নিত স্থান CREATE YOUR BLOG বাটনে ক্লিক করবো।
এই বাটনে ক্লিক করলে যে ইন্টারফেস আসবে,সেখানে আপনার যদি ইমেল বা জিমেইল একাউন্ট থাকে, তবে সেইটি লিস্টে চলে আসবে।
একাউন্ট না থাকলে Create New Account এ ক্লিক করে নতুন ইমেইল বা জিমেইল একাউন্ট তৈরি করতে হবে।
নতুন ব্লগার সাইট খোলার আগে গুগলে একটা জিমেইল বা ইমেইল এড্রেস বা একাউন্টের প্রয়োজন।
যদি ইমেইল একাউন্ট খোলা থাকে, তাহলে খুব ভালো।
আর যদি ইমেইল বা জিমেইল একাউন্ট খোলা না থাকে, তবে চিন্তার কোন কারন নেই।
নতুন ইমেইল বা জিমেইল একাউন্ট অল্প সময়ে এবং খুব সহজেই খুলতে চাইলে এখানে ক্লিক করুন।
জেনে নিন কিভাবে ১ মিনিটেই ইমেইল বা জিমেইল একাউন্ট বা এড্রেস বানাবেন।
নতুন তৈরি করা ইমেইল একাউন্টটি ব্লগার লিস্টে আসবে। যেমন আমার ইমেলটি [email protected] এসেছে, তার উপর ট্যাপ করবো,তারপর একটি পাসওয়ার্ডের ঘর আসবে,সেখানে পাসওয়ার্ড দিয়ে নিচে ডানপাশে Next বাটনে ক্লিক করবো।
ওখানে ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস আসবে,Choose a name your blog এর নিচে আন্ডারলাইন ফিল্ড আছে, সেখানে আপনি যে নতুন ব্লগস্পট সাইট তৈরি করতে যাচ্ছেন তার টাইটেল দিতে হবে।
আপনার ব্লগটি যে বিষয়ে লেখালেখি করবেন তার উপর ভিত্তি করে সংক্ষিপ্ত একটি বাক্য লিখতে হবে।
আমি লিখেছি সংক্ষিপ্ত টাইটেল হিসাবে Online Class Room, পরে ভেবেচিন্তে লেখা যাবে।
এখন Next বাটনে ক্লিক করবো। তারপর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
Blog address
এখানে আপনার ব্লগ সাইট এড্রেস বা ঠিকানা বা Web URL বসাতে হবে।
আমি ব্লগ সাইটের ঠিকানা দিয়েছি onlineclassroomngs.blogspot.com আপনারও এভাবে ব্লগ সাইট এড্রেসটি লিখবেন এবং নিচে ডানপাশে NEXT বাটনে ক্লিক করবেন।
তারপর একটি ইন্টারফেস আসবে, যেখানে Confirm your display name লেখাটির নিচে একটি ফিল্ড আছে, নিচের ছবিতে লক্ষ্য করুন।
এখানে আমাদের ওয়েবসাইটটির নাম লিখবো, যা সাইটের ডিসপ্লেতে দেখা যাবে।
Display blog name
আমি নাম দিয়েছি Online Class Room-ngs. এইটা লেখা শেষ করে ডানপাশে নিচের দিকে FINISH বাটনে ক্লিক করলে হয়ে গেল নতুন একটি ফ্রী ব্লগারসাইট বা ওয়েবসাইট তৈরি।
নিচের ছবিতে দেখুন আমার নতুন ব্লগসাইটটি কি রকম দেখাচ্ছে। কোন পোস্ট লেখা হয়নি তাই এরকম দেখাচ্ছে।
দুএকটা পোস্ট বা আর্টিকেল থাকলে সুন্দর দেখা যেত।
Blogger site
যাইহোক এরপর ব্লগ পোস্ট লেখা,লেবেল,ডেসক্রিপশন, পার্মালিংক ও পাবলিশ করা সম্পর্কে টিউটোরিয়াল লিখবো ইনশাআল্লাহ।
1 thought on “কিভাবে সম্পুর্ণ ফ্রী ব্লগসাইইট তৈরি করে ডলার আয় করবেন”
Very very nice article