আমাদের অনলাইনের জগতে অনেক কিছু জিনিসের প্রয়োজন বা অনেক কিছু ব্যাপারে জানা অতীব জরুরি।
ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে তো আর কথাই নেই।ওয়েবসাইট একটা জটিল প্রক্রিয়া, যা না জানলে নয়।
এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো ফাইল আপলোড।
ওয়েবসাইট ফাইল আপলোড করতে গেলে আনজিপ ফাইল আপলোড করতে হয়,জিপ ফাইল সাইটে আপলোড করলে তা সাপোর্ট করে না।
তাই জিপ ফাইলকে আনজিপ ফাইলে রুপান্তর করে বা পরিবর্তন করে, তা আপলোড করতে হয়।
অথবা জিপ ফাইলকে extrak করে ব্যবহার করতে হয়।
স্মার্টফোন বা এন্ড্রোয়েড ফোনের প্লেস্টোর এ্যাপে ক্লিক করবো।নিচের ছবির মতো।
তারপর সার্চ বক্সে গিয়ে ‘ rar ‘ লিখে সার্চ দেবো।সেখানে যে ইন্টারফেস আসবে ওখান থেকে নিচের ছবিতে লাল মার্ক করা এ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
RAR এ্যাপটি ইন্সটল করতে মোবাইলে পাঁচ থেকে দশ মিনিট সময় নিতে পারে।
কোন কোন ফোনে আবার কম সময়ও নিতে পারে।
যাইহোক এ্যাপটি ইন্সটল করবো।
তারপর ওপেন করবো।
যাইহোক এ্যাপটি ইন্সটল করবো।
তারপর ওপেন করবো।
ওপেন করলে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
ওখানে আমাদের জিপ ফাইলটি যে ফাইলে আছে তা খুুঁজে বের করবো।
আমার জিপ ফাইলটি DOWNLOAD ফাইলে আছে।এর নাম minimal blogger template.zip
তাই RAR এ্যাপের লিস্ট থেকে ডাউনলোড ফাইলে ক্লিক করবো।
তাই RAR এ্যাপের লিস্ট থেকে ডাউনলোড ফাইলে ক্লিক করবো।
ছবিতে লাল মার্ক করা স্থানটির মতো ডানপাশে ছোট ঘরটিতে টিক চিহ্ন দিবো।
উপরের ছবিতে উপরে ছোট লাল গোল চিহ্নিত স্থান উপরে এ্যারো চিহ্নিত স্থানে ক্লিক করবো।
ওখানে ক্লিক করার পর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
এরপর যে ইন্টারফেস আসবে,ওখানে নিচের দিকে লাল এ্যারো চিহ্নিত স্থান OK তে ক্লিক করবো।
তাহলে হয়ে গেল জিপ ফাইল আনজিপ।
জিপফাইলে ড্যাটা অনেক কম থাকে।
আর আনজিপ ফাইলে ড্যাটা একটু বাড়ে জিপের চেয়ে।
————————————————————–