অনলাইন দুনিয়ায় টাকা আয় করার অনেক উপায় ও কৌশল আছে।
প্রথমে আমরা যে কোন ব্রাউজার অপেন করবো,তবে Chrome browser হলে ভালো হয়।
ঐ ব্রাউজারে সার্চ বক্সে blogger.com লিখে সার্চ দিবো।
উপরের লাল চিহ্নিত স্থানটি লক্ষ্য করুন।
সার্চ দেওয়ার পর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
এরপর বোল্ড অক্ষরে ও ব্লগার মনোগ্রামের নিচে, উপরের ছবিতে লাল গোল চিহ্নিত স্থানে New blog লেখার উপর ক্লিক করবো।
এখানে ক্লিক করলে নিচের ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে কিছু তথ্য দিতে হবে। যেমন-Title blog address
উপরের ছবিতে লাল টিক চিহ্নিত দুটি স্থানের উপরেরটিতে টাইটেল লিখতে হবে।
টাইটেল বলতে আপনার ব্লগ সাইটটা কোন বিষয়ে কন্টেন্ট বা আর্টিকেলস তৈরি করবেন বা ভিডিও আপলোড বা পাবলিশ করবেন, তা লিখতে হবে।
আমার ব্লগটি নিউজ, শিক্ষা ও বিনোদন সম্পর্কিত।
তাই News,Education and Entertainment লিখেছি।
আপনারা পছন্দমত টাইটেল দিবেন।
নিচের লাল টিক চিহ্নে ব্লগ address লিখতে হবে।
আপনার ইচ্ছা মতে একটি ভালো নাম দিবেন।
আমার ব্লগের নাম দিয়েছি Channelnbanglanews.blogspot.com দিয়েছি।
এরপর উপরের ছবিতে নিচের দিকে ডানদিকে Create blog button এ ক্লিক করবো।
এখানে ক্লিক করলে ব্লগ সাইটচি তৈরি হয়ে গেল।তারপর আরো অনেক সেটিংস আছে, সেগুলো পরবর্তী টিউটোরিয়ালে লিখবো।
তবে আজকে একটা আর্টিকেলটি পোস্ট করা একটু দেখাই,বিস্তারিত পরের পোস্টে শেয়ার করবো।
এরপর যে স্ক্রীনটি আসবে, ওখানে উপরে লাল বাটনে New Post বাটনে ক্লিক করলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
ঐ ইন্টারফেসের New Post এর উপরের ছবির মতো টেক্স বক্স আসবে।সেখানে নতুন একটি আর্টিকেলটি লিখবো।
আর্টিকেলটি বা ভিডিও সম্পুর্ণ নিজের লেখা বা ইউনিক আর্টিকেলটি হতে হবে।
নইলে মনিটাইজেশন হবে না,ফলে টাকা আয় করা যাবেনা।অন্যের লেখা কপি পেস্ট করা যাবে না।তবে হ্যাঁ ৩০% কপিরাইট আর্টিকেলটি হলে সমস্যা নেই।তার বেশি হলে সমস্যা হবে।
উপরের ছবিতে আমি একটা আর্টিকেলটি লিখলাম, লিখে উপরে ডানদিকে লাল বাটনে publish লেখা আছে ওখানে ক্লিক করলেই পোস্টটি পাবলিশড হয়ে গেল।
আমি পাবলিশড করলাম, তাহলে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
উপরের স্ক্রীনসটে লক্ষ্য করুন ছোট লাল গোল চিহ্নটি ব্লেগের নাম,বড় লাল গোল চিহ্ন টাইটেল এবং নিচে লাল চিহ্নিত সেকেন্ড ব্র্যাকেট বিভিন্ন ব্লগ সেটিংস বাটন।
————————————————————–