ফটোইডিটের জন্য সবচেয়েভাল এ্যাপ-পিকসআর্ট best smart photo editor PicsArt হচ্ছে একটি সহজ সরল ফটো শপের জন্য অনেক সুন্দর একটি এন্ড্রোয়েড এ্যাপ।
ফটোইডিটের জন্য সবচেয়েভাল এ্যাপ-পিকসআর্ট এ্যাপটি মোবাইল ফটো ইডিটর সেরা হিসাবে সমাদৃত।
আমরা যারা অনলাইনে বিভিন্ন মিডিয়া যেমন ফেসবুক,টুইটার, ইন্সট্রাগ্রাম,ইউটিউব,ব্লগ,পিন্টারেস্ট, গুগল প্লাস ইত্যাদিতে একাউন্ট বা আইডি খুলে ব্যবহার করে থাকি।
এজন্য একটা নিত্য-নতুন জিনিসের প্রয়োজন তা হলো ফটো বা ইমেজ।
এন্ড্রোয়েড ফোন দিয়ে আর এই সুন্দর সুন্দর বা ভালোমানের ফটো মনের মতো করে তৈরি করতে প্রয়োজন একটা ভাল Photoshop বা ফটো এ্যাপলিকেশন।
এমন একটা খুব ভাল Photoshop বা ফটো ইডিটর এ্যাপলিকেশন সম্পর্কে লেবু টেকনো বাংলার আজকের টিউটোরিয়ালে আলোচনা করবো।
একটি ভালোমানের এবং Best Photoshop app হলো PicsArt
কিভাবে PicsArt app টি পাবেনঃ-
এন্ড্রোয়েড ফোন ডেটা চালু রেখে Play store এ ক্লিক করবেন সেখানে সার্চ বক্সে PicsArt লিখে সার্চ দিলে প্রথমে যে এ্যাপটি আসবে সেটিকে Installed করবেন।
Installed করার পর এই এ্যাপটি open করে কাজ করতে হবে।নিচে লক্ষ্য করুন এ্যাপটির গেটআপ।
ফটোইডিটের জন্য সবচেয়েভাল এ্যাপ-পিকসআর্ট
PicsArt installe
কিভাবে ফটো ইডিট করবেনঃ-
প্রথমে PicsArt appটি Open করবো নিচে + চিন্হতে ক্লিক করবো, তারপর edit এ ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি অপেন হবে। নিচের ছবিতে
PicsArt 1st page
সেখান থেকে যে ছবি বা ফটোটি ইডিট করবো তার উপর ক্লিক করবো।
ফটোর নিচে ১৭ টি অপশন আসবে। নিচের ছবিতে লক্ষ্য করুন।
smart photo editor PicsArt
এরপর ছবিটি cropping করলে Tools এ ক্লিক করবো crop অপশনে ক্লিক করে ছবি সাইট দাগ বা খারাপ অংশগুলো বাদ দিতে পারি।
ক্রোপ করে ছবিটি সেভ করার জন্য উপরে টিক চিহ্নে ক্লিক করলে আপাততঃ সেভ হবে।
ছবিটি আবার effect এ ক্লিক করে ছবির কালার মনের মতো করা যাবে।
এরপর উপরে ডানদিকে 🔜চিহ্নতে ক্লিক করবো তারপর কয়েকটি অপশন আসবে ওখানে গ্যালারি অপশনে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে।
থাম্বানিল যেভাবে তৈরি করবোঃ-
আমরা অনেকেই ইউটিউব ব্যবহার করি।
আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে।
আর চ্যানেলের সাবস্ক্রাইবার ও ভিউয়ার বাড়ার প্রথম ও প্রধান বাহক হচ্ছে একটা সুন্দর থাম্বানিল।
Best Photoshop
থাম্বানিলকে ভিডিওর আয়নাও বলা হয়।
PicsArt app এ যাব।
তারপর পুর্বের মতো + ও edit এ ক্লিক করবো।
এরপর যে বিষয়ের উপর থাম্বা তৈরি করবো সেটি সিলেক্ট করবো।
সেটি মনের মতো করে ছবি এ্যাড করতে Add photo তে ক্লিক করে আরেকটি বা দুই বা ততোধিক ছবি এর উপর বসিয়ে দিবো।
এরপর বাংলা বা ইংরেজি লেখা টাইপ করতে Text -এ ক্লিক করে যে বিষয়ে থাম্বা তৈরি করবো সে বিষয়ে পাঠ পাঠ করে লিখে উপরে ডানপাশে টিক মার্কে ক্লিক করবো।
এরপর লেখাটি বড়ো বা ছোট করে জায়গা মতো বসাবো এবং বিভিন্ন রং করতে কালারে ক্লিক করে মনের মতো রং সিলেক্ট করবো।আবার উপরে ঠিক মার্কে ক্লিক করবো।
PicsArt app
ছবি সেভ করবোঃ-
এভাবে সব লেখাই ছবির উপর সেট করে উপরে ডানদিকে এ্যারো 🔜চিহ্নতে ক্লিক করলে যে অপশন আসবে সেখানে গ্যালারি ক্লিক করলে সেভ হয়ে যাবে।
এইটা আমরা ইউটিউব ভিডিওতে সেট করবো YT studio app এর মাধ্যমে।
তো বন্ধুরা আজ এ পর্যন্ত।
এবার তাহলে লেখার ইতি টানি।
তবে লেখাটি কেমন লাগলো বা বাস্তবায়ন কতটুকু হলো, তা কমেন্ট বক্সে জানাবেন,কেমন? ধন্যবাদ।।