Facebook page promote

কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে

 ফেসবুক পেজ ফ্রী প্রমোট করতে কতোগুলো নিয়মকানুন মানতে হয়। তারমধ্যে প্রধান বিষয় হচ্ছে পেজে ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করা। এন্ড্রোয়েড ফোন দিয়ে যেভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবো, সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি।

এই টিউটোরিয়ালে আমরা যা যা জানতে পারবো। তা হলো-

ফেসবুক প্রোফাইল ও পেজ।

পেজের কাজ।

ফেসবুক পেজ ফ্রী প্রমোট যেভাবে করবো।

ফেসবুক পেজ সিলেক্ট।

হ্যাস ট্যাগ।

উপসংহার।

ফেসবুক প্রোফাইল ও পেজঃ-

 

বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের মানুষ ইন্টারনেট ব্যবহারে অনেকটা এগিয়ে। বর্তমান অনলাইন সোস্যাল মিডিয়ায় একবারে উপরের স্থানটিতে রয়েছে-ফেসবুক।

ফেসবুক ব্যবহার করে না এমন লোক বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল। প্রথমে ফেসবুক একটা প্রোফাইল খোলা হয়। পরে জানতে জানতে শিখতে শিখতে ফেসবুক পেজ, ফেসবুক বিজিনেস পেজ এবং ফেসবুক গ্রুপ তৈরি করে থাকি।

পেজের কাজঃ-

 

ফেসবুক পেজ বা গ্রুপ যাই বলুন না কেন কেউ খুলি পরিচিত হওয়ার জন্য,আবার কেউ খুলি নিজের ব্যবসা প্রতিষ্ঠান প্রচার করার জন্য বা প্রডাক্টস বহুল প্রচারের জন্য।

আবার কেউ কেউ গুগল থেকে ইনকাম করার জন্য ফেসবুক পেজ বা গ্রুপ তৈরি করে থাকি।

উদ্দেশ্য যাই হোক সবাই চাই যে আমার পেজ বা গ্রুপটি বহুল প্রচার হোক বা প্রমোট হোক বা ছবি বা পোস্ট বা ভিডিও খুব দ্রুত ভাইরাল হোক।

ফেসবুক পেজ ফ্রী প্রমোট যেভাবে করবোঃ-

 

যাইহোক ভিডিও ফেসবুক পেজে যেভাবে আপলোড  করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট  হবে বা ভিডিও সহজেই ভাইরাল হবে।

এজন্য আমরা মোবাইল বা কম্পিউটারের ফেসবুক অফিসিয়াল এ্যাপ এ ক্লিক করবেো।

নিচের  ছবির মতো লাল বর্গাকৃতি  চিহ্নিত এ্যাপটি-

কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে

ফেসবুক অফিসিয়াল এ্যাপে ক্লিক করলে ফেসবুক নিউজ ফিড ফিল্ডটি আসবে।

অর্থাৎ নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।

নিচের ছবিতে লক্ষ্য করুন।

ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে

এখানে উপরে ডানদিকে থ্রী লাইনে
অর্থাৎ উপরের ছবিতে লাল এ্যারো চিহ্নিত স্থানে প্রেস করবো।

ফেসবুক পেজ সিলেক্টঃ-

 

তাহলে নিচের ছবির মতো ফেসবুক প্রোফাইলের নামের নিচে যে কয়টি পেজ বা গ্রুপ আপনার তৈরি করা রয়েছে, তা লিস্ট আকারে এসে যাবে।

কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে
এখান থেকে যে পেজে ভিডিও আপলোড করবেন, সেই পেজটির উপর ক্লিক করতে হবে।উপরের ছবিতে লাল সামন্তরিক চিহ্নিত স্থানটি আমার পেজ Md Nayeb Ali এতে ক্লিক করলাম।

এরপর পেজটি খুলে যাবে এবং পেজের প্রোফাইল ছবির নিচে কয়েকটি অপশন থাকবে।

এই অপশন থেকে নিচের ছবিতে লাল বর্গাকার চিহ্নিত স্থান Posts অপশনে প্রেস করবো।

নিচের ছবিতে লাল বর্গ চিহ্নিত এবং 1 নম্বার হাতের লেখা চিহ্নিত স্থানে ক্লিক করবো। তাহলে নিচের মতো একটি ইন্টারফেস আসবে।

লাল সামন্তরিক চিহ্নিত স্থান   এবং  2 নম্বার চিহ্নিত দেখছেন- Write something…….সেখানে ক্লিক করবো।

কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে ফোন দিয়ে

এখানে ক্লিক করলে নিচের ছবি মতো একটি ইন্টারফেস চলে আসবে। ওখানে লাল সামন্তরিক চিহ্নিত স্থান Photo/Video রয়েছে, সেখানে ক্লিক করলে আমাদের ডিভাইসের বা ফোনের বা কম্পিউটারের গ্যালারি খুলে যাবে।

এখান থেকে যে ভিডিওটি আপলোড করবেন,
তার উপর প্রেস করে উপরে Next অপশনে ক্লিক করবো।

ওখানে ক্লিক করলে  প্রেস করা ভিডিওটি ফেসবুক পেজের টাইমলাইনে এসে যাবে নিচের ছবিতে দেখুন।

কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে..

এখানে ভিডিওটির উপরে লাল চিহ্নিত স্থান write something about video  -এর উপর ক্লিক করবো, তাহলে একটি টেক্স ফিল্ড আসবে।

ভিডিওর টাইটেলটি এখানে হ্যাস ট্যাগ দিয়ে লিখতে হবে।

হ্যাস ট্যাগঃ-

 

এটাই একমাত্র ভিডিও ভাইরাল বা পেজ প্রমোট করার উপায় বা কৌশল। এখানে শতর্কতার সহিত লিখবেন। টাইটেলটি লেখার সময় মনে রাখবেন প্রথমে হ্যাসট্যাগ বা হ্যাস চিহ্ন সহ  প্রতি শব্দের বামে আন্ডারস্কোর দিতে হবে। ছবিতে লাল মার্ক করা স্থানটি দেখুন।

এরপর নিচের দিকে আবার হ্যাসচিহ্ন দিয়ে আপনার পেজের নামটি লিখবেন।

পেজে নামটি যদি দুই বা ততোধিক শব্দের হয়,
তাহলে উপরের ন্যায় প্রতিটি শব্দের বামে আন্ডারস্কোর দিতে হবে।

এরপর উপরে ডানদিকে SHARE বাটনে ক্লিক করবো। নিচের ছবিতে লাল চিহ্নিত স্থানটিতে।

কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে।

উপরোক্ত ছবিতে 1 নম্বার লাল মার্ক করা SHARE বাটনে ক্লিক করলে ঐটার নিচের অংশের মতো ইন্টারফেস আসবে।

নিচের ছবিতে লক্ষ্য করুন

কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে

এখানে লাল মার্ক করা 2 নম্বার স্থান ব্লু বাটন SHARE বাটনে ক্লিক করলে ভিডিওটি আপলোড হওয়া শুরু হবে। ৫ থেকে ১৫ মিনিটের ভিডিও আপলোড হতে সময় লাগতে পারে ৫ থেকে ১০ মিনিট। তাহলে কাজ শেষ।

এ সম্পর্কিত আরো কিছু পোস্টঃ-

Facebook Page Promote করতে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস করুন

 

Facebook Id Hacked ফেসবুক প্রোফাইলকে কিভাবে হ্যাকারের হাত থেকে বাঁচাবেন

 

ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটনসেট করুন খুব সহজেই

 

ভিডিওঃ-

এর ভিডিওটি দেখতে এখানে ক্লিক  করুন।

 

 

উপসংহারঃ-

 

এভাবে ভিডিও আপলোড করলে  ভিডিওটি ভাইরাল বা বুস্ট হবে এবং সেইসঙ্গে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হওয়ার চান্স থাকে অনেক বেশি।

1 thought on “কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shares