ফেসবুক পেজ তৈরি করে হাজার হাজার টাকা আয় করা সম্ভব।
তা ফেসবুক পেজ মনিটাইজেশন এপ্রুভালের মাধ্যমে করতে হবে।
কিন্তু তা সহজ ব্যাপার নয়।
টাকা কামাতে গেলে বা মনিটাইজেশন এপ্রুভ করতে হলে ফেসবুকের দেয়া কিছু শর্ত পুরণ করতে হবে।
অর্থাৎ ফেসবুক পেজে কমপক্ষে দশ হাজার ফলোয়ার বা পেজ লাইকার এবং ত্রিশহাজার ভিউ থাকতে হবে।
যারা গড়ে আপনার আপলোড করা ভিডিওগুলি কমপক্ষে এক মিনিট করে দেখেছেন।
আপলোড করা ভিডিওগুলি অবশ্যই নিজের তৈরি ইউনিক ভিডিও হতে হবে কোন কপিরাইট ভিডিও হলে হবে না।
অন্যকারো ভিডিও ডাউনলোড করে আপলোড করলে হবে না।
তাহলে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হতে পারে।
মনিটাইজেশন এপ্রুভ হলে আপনার ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে এ্যাড বা বিজ্ঞাপন বসিয়ে দিলে টাকা ইনকাম হবে।
এরপর যত ভিউয়ার এই ভিডিও গুলো দেখবে, তত ডলার আয় হবে।
আর এই শর্ত পুরণ করা মুখের কথা নয়।
এখন আপনি যদি একদিনে পাঁচ হাজার ফলোয়ার বা লাইকার পেয়ে যান তবে খুব ভালো হয়,তাই না?
যাইহোক এখন আসি আসল কথায়। আপনার ফেসবুক প্রোফাইলে যদি পাঁচ হাজার ফ্রেন্ডস থাকে, তবে আজই নিচের নিয়ম অনুযায়ী কাজ করুন।
তাহলে একদিনে আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার হয়ে যাবে।
আর পাঁচ হাজার ফলোয়ার পেতে বেশি সময় লাগবে না।
সেই পদক্ষেপ পরবর্তী টিউটোরিয়ালে করে দেখাবো।
যাইহোক এখন কাজের কথায় আসি।
এন্ড্রোয়েড ফোনে বা কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার অপেন করবো।
সেখানে সার্চবক্সে
facebook profile convert to facebook page লিখে সার্চ দিবো।
ওখানে যে ইন্টারফেস আসবে, সেখানে উপরের লিংকটিতে ক্লিক করবো।
অথবা নিচের লিংকে ক্লিক করলে সরাসরি উক্ত সাইটে প্রবেশ করতে পারবেন।
তবে ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক প্রোফাইলটি লগিন থাকতে হবে।
কিভাবে লগ ইন করবেন?
ঐ ক্রোম ব্রাউজারের প্রবেশ করলে উপরে ডানদিকে মানুষের ছবির মতো একটি ছোট মোনোগ্রাম আছে, ওখানে ক্লিক করবো,তারপর যে ইন্টারফেস আসবে ওখানে ম্যানেজ একাউন্টে ক্লিক করবো।
এখানে যে ইমেইল বা ফোন নাম্বার দিয়ে ফেসবুক প্রোফাইল খোলা ছিল,
সেই ইমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ওকে করলেই লগ ইন হয়ে যাবে।
যদি মোবাইল দিয়ে এই কাজগুলো করেন, তবে মোবাইল সাইটটি ডেক্সটপ সাইটে পরিণত করতে হবে।
এজন্য উক্ত ইন্টারফেসে উপরে ডানদিকে থ্রী ডট মেনু রয়েছে, সেখানে ক্লিক করলে কয়েকটি অপশনের একটি লিস্ট আসবে।
সেখানে স্ক্রলিং করে নিচের দিকে এসে দেখবো যে Desktop site এই অপশনের ডানদিকের ঘরটিতে ক্লিক করলে টিক চিহ্ন আসবে।
এই টিক চিহ্নটি আসলেই মোবাইল সাইটটি ডেক্সটপ সাইটে পরিবর্তন হলো।
অর্থাৎ আপনার মোবাইলটি কম্পিউটারে পরিণত হলো।
লিংকটি হলো:-
https://www.facebook.com/help/116067818477568
এই ইন্টারফেসে নিচের দিকে গিয়ে
Go to Create Facebook Page Based on Your Profile
নিচের ছবির মতো এই লাইনটিতে ক্লিক করবো।

তারপর যে ইন্টারফেস আসবে। ওখানে ছবিসহ ফেসবুক প্রোফাইলটি চলে আসবে।
এর ডানপাশে সবুজ বাটন Get Started এ ক্লিক করবো। নিচের ছবির মতো

তারপর যে ইন্টারফেস আসবে, এখানে ক্যাটাগরি সেলেক্ট করবো।
আমার পেজটি ভিডিও সম্পর্কিত বানাবো তাই Video creator ক্যাটাগরি সেরেক্ট করে Next বাটনে ক্লিক করবো।
এরপর নতুন একটি ইন্টারফেস আসবে, যেখানে ফেসবুক প্রোফাইলের বন্ধুদের লিস্ট দেখাবে।
অর্থাৎ প্রোফাইল আপনার যতগুলো ফ্রেন্ডস এন্ড ফলোয়ার থাকবে,তার সংখ্যাসহ সবগুলো প্রদর্শিত হবে।
এখানে ফ্রেন্ডস লিস্টের all select বাটনে এ ক্লিক করবো।
এরপর ফলোয়ারের লিস্ট ও all select করবো।
সব ফ্রেন্ডস এবং ফলোয়ার মার্ক করা হলো।
এরপর নিচে Next বাটনে ক্লিক করবো।
তারপর যে ইন্টারফেস আসবে। এখানে আপনার প্রোফাইলের আপলোড করা ছবি ভিডিও সো হবে।
সেগুলো যদি পেজে নিতে চান তাহলে
উপরের নিয়মে মার্ক করার পর Next বাটনে ক্লিক করবো।
এরপর নতুন পেজে পুরা একটা কনফিগার এসে যাবে।
এখানে ছবি , ফ্রেন্ডস এবং ফলোয়ার সহ থাকবে।
এখন Create Page বাটনে ক্লিক করবো।
নিচের ছবিতে লক্ষ্য করুন

তবে ৫/৭ মিনিট সময় নেবে লোডিং হতে।
তাহলে আমাদের কাংখিত পেজটি তৈরি হয়ে গেল।
অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলটি ফেসবুক পেজে কনভার্ট হয়ে গেল।
পাঁচ হাজার ফলোয়ার নিয়ে একটি নতুন ফেসবুক পেজ তৈরি হলো।
Good afternoon
I am a professional in Web Scraping data from any website
Automatic transfer of your supplier’s product catalog to your online store.
Retrieving data from copy-protected websites, solving captcha and recaptcha.
Uploading data to a Mysql database or Excel.
Extensive experience in developing and extracting website data.
Automatic collection from company websites, phone numbers, emails and product catalogs.
Also a lot of experience in publishing content on websites and online stores.
I set up projects for automatic collection and publication of content in the ZennoPoster program.
I am a Web Scraping Consultant & Data Engineer. Custom Bot Development & Automation
Contacts
[email protected]
Viber/WhatsApp:
+79818525114
Skype anato27