ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটনসেট করলে প্রোফাইলটি হাইলাইটস হবে। বেশি করে ভিউযার আসবে, অনেক ফলোয়ার পাওয়া যাবে। আর এজন্য প্রোফাইলটিতে ফলোয়ার বাটন সেট করে ঢেলে সাজানো প্রয়োজন।
আজকের টিউটোরিয়ালে আমরা যা যা জানতে পারবোঃ-
ফলোয়ার বাটন কি?
ফলোয়ার বাটনে সুবিধা।
কিভাবে ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটনসেট করবো?
ইডিট বাটন।
প্রমাণ।
উপসংহার।
ফলোয়ার বাটন কিঃ-
ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ডস লিস্ট ছাড়াও আরো একটি বাটন আছে,যার নাম ফলোয়ার বাটন।
ফেসবুক আইডিতে ফ্রেন্ডস লিস্টে সীমিত ৫০০০ পর্যন্ত হয়ে থাকে, তার বেশি হবে না।
কিন্তু ফলোয়ার অসীম। যা লক্ষ লক্ষ হতে পারে।
ফলোয়ার বাটনে সুবিধাঃ-
সোসাল মিডিয়ায় এক নম্বারে রয়েছে ফেসবুক মিডিয়া, যার ভিজিটর সবচেয়ে বেশী।
ফেসবুক প্রোফাইলের মাধ্যমে সবাই চায় অন্যের নিকট তার পরিচিতি,ব্যবসা-বাণিজ্য ও স্ট্যাটাস পৌঁছাতে।
কথায় আছে যে বক দেখে বক পড়ে। আপননর ফলোয়ার সংখ্যা কেউ দেখলে সেও আপনাকে এ্যাড দিবে বা ফলো করবে।
কিভাবে ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটনসেট করবোঃ-
ফেসবুক প্রোফাইলে ফলোযার বাটনসেট করা খুব সহজ একটি কাজ। যা আপনারাও নিজের এন্ড্রোয়েড ফোন দিয়ে অল্প সময়ে করতে পারবেন।
আমরা এন্ড্রোয়েড ফোনের অফিসিয়াল এ্যাপ ফেসবুকে সাইন ইন করবো।
সাইন ইন করলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।

এখানে উপরে ডানদিকে থ্রীলাইন বাটনে ক্লিক করবো।
করলে যে ফিল্ড আসবে সেখানে নিজের নামে প্রোফাইলটির উপর অর্থাৎ আমার প্রোফাইলের নাম Md Nayeb Ali
এখানে ট্যাপ করবো।
তাহলে আমাদের প্রোফাইলটি অপেন হবে।
নিচের ছবিতে লক্ষ্য করুন।

তারপর উপরের ছবিতে লাল সামান্তরিক চিহ্নিত স্থান Edit Public Details বাটনে ক্লিক করবো।
এই বাটনে ক্লিক করে আমরা ফেসবুক প্রোফাইলের কিছু তথ্যাবলী ইডিট করতে পারি বা পরিবর্তন করতে পারি।
এখানে ক্লিক করলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।

এই ছবিতে Details এর ডানপাশে Edit অপশনে ক্লিক করবো।
ইডিট বাটনঃ-
এখানে ক্লিক করলে কয়েকটি বাটন আসবে যা টিক মার্কের মাধ্যমে ইডিট করা বা পরিবর্তন করা বা পুনঃসংস্কার করা যায় বা পাবলিক করা যায়।
যেমন Hometown, Relationship, Joined Facebook ও Followers এগুলো টিক বা আনটিক মার্কের মাধ্যমে আমরা পাবলিক বা আনপাবলিক করতে পারি বা সেট করতে পারি।
আমাদের কাজ শুধু ফলোয়ার বাটন সেট করা বা পাবলিক করা।
ঐখানে ট্যাপ করলে নিচের ইমেজের মতো একটি ইডিট ফিল্ড আসবে।

এই ছবিতে নিচের দিকে Followers বাটনের নিচে লাল সামান্তরিক চিহ্নিত স্থানের বামপাশের ছোট বর্গ ঘরটিতে টিক চিহ্ন দিবো।
টিক চিহ্ন দিতে ঐ ঘরটির উপর আলতো ট্যাপ করুন বা ক্লিক করুন, তাহলে ঐ বর্গ ছোট ঘরটি ডীপ ব্লু আকার ধারণ করবে।
তখন বুঝতে হবে যে কাজ হয়ে গেছে।
আর ফলোয়ার বাটন অফ থাকলে ঐ বাটনটি সাদা ও ফাঁকা থাকবে।
যাইহোক এখন আমরা এই বাটনটি এ্যাকটিভেট কিংবা পাবলিক করবো।পাবলিক করা মানেই এই বাটনটি সেট করা।
এ্যাকটিভেট কিংবা বাটনটি পাবলিক করতে উপরের ছবিতে Save অপশনে ক্লিক করুন।
অর্থাৎ উপরের ছবিতে লাল এ্যারো বা তীর চিহ্নের মাথায় গাঢ়নীল Save বাটনে ক্লিক করলেই হয়ে গেল সকল কাজের সমাধান।
ফলোয়ার বাটন সেট হয়ে গেল।
প্রমাণঃ-
এখন আমরা ব্যাক করে এসে প্রোফাইলে দেখবো যে ফলোয়ার বাটনটি ফলোয়ার সংখ্যাসহ সেট হয়ে গেছে কিনা।
তো দেখবেন সেট হয়ে গেছে।
উপসংহারঃ-
এভাবেই খুব সহজেই এন্ড্রোয়েড ফোন ফলোয়ার ফেসবুক প্রোফাইলে বাটন বাটন সেট করতে পারেন। ফলে হাজার হাজার ফলোয়ার পাওয়া সম্ভব।
এর ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
Very fine article
Thank you
Pingback: ফেসবুক প্রোফাইলকে কিভাবে হ্যাকারের হাত থেকে বাঁচাবেন facebook id hacked
Pingback: facebook id hacked ফেসবুক প্রোফাইলকে কিভাবে হ্যাকারের হাত থেকে বাঁচাবেন
Pingback: কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে