ফোনদিয়ে মাত্র১মিনিটেই ফেসবুকেপোস্ট মুছেফেলবেন সে-সম্পর্কে আজকের টিউটোরিয়াল আমরা জানবো।অনেকে কোন কোন লেখা পোস্ট করে থাকি। |
আবার কেউ সখের জন্য লাইক,কমেন্ট পাবার জন্য ছবি বা ভিডিও আপলোড করে থাকি।
ফোনদিয়ে মাত্র১মিনিটেই ফেসবুকেপোস্ট মুছেফেলবেন, আবার কেউ কেউ পছন্দের কারো পোস্ট বা ছবি বা ভিডিও শেয়ার করে থাকি।
এগুলো পোস্ট বা আপলোড বা শেয়ার যাই করি না কেন? এগুলোর সুফল ও কুফলও রয়েছে।
আবার দেখা যায় এগুলোতে অনেক বাজে কমেন্ট আসে যা ফেসবুক আইডির উপর ঋণাত্বক প্রভাব ফেলতে পারে।
কারন ফেসবুক Terms and conditions এর বাহিরে কিছু করলে ফেসবুক কতৃপক্ষ শাস্তি দিতে পারে।
এমনকি আপনার ফেসবুক আইডি ডিজাবল পর্যন্ত হতে পারে।
তাই সাবধান হওয়া আমাদের দরকার।
তথাপিও যদি কোন ভুলভাল পোস্ট হয়েই যায় বা ছবি বা ভিডিও আপলোড হয়ে যায় বা কোন শেয়ার হয়ে যায়।
তার প্রতিরোধ ব্যবস্থা করতে হবে।প্রতিরোধমুলক ব্যবস্থা হিসাবে পোস্ট ডিলিট বা রিমুভ করতে হবে।
ড্যাটা চালু রেখেঃ-
ফোনদিয়ে মাত্র১মিনিটেই ফেসবুকেপোস্ট মুছেফেলবেন যেভাবে সেসমন্ধে শুরু করি।
আমরা ফোনের data চালু করবো।
ফোনের ফেসবুক এ্যাপ এ ক্লিক করবো।
তাহলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic- facebook id open |
এখানে উপরে ডানদিকে থ্রী লাইনে ক্লিক করবো।
নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
এখানে উপরের লাইনের আপনার ফেসবুক আইডি নামের উপর ক্লিক করবো।
![]() |
Pic- open fb profile |
তারপর যে ইন্টারফেস আসবে, স্ক্রলিং করে নিচের দিকে আসবো এবং যে পোস্ট বা ছবি বা ভিডিও বা শেয়ারটি ডিলিট করবেন, তা খুঁজে বের করবো।
নিচের ছবির মতো।
![]() |
Pic-Scrolling on Facebook |
যে পোস্টটি ডিলিট বা রিমুভ করবেন, সে পোস্টের ডানপাশে নিচের ছবির মতো লক্ষ্য করবেন থ্রী ডট দেখতে পাবেন।
এখন থ্রি ডট এ ক্লিক করবো।
![]() |
Pic- Facebook post |
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে। কয়েকটি অপশন আসবে।
উক্ত অপশন থেকে বেচে নেবো Delete অপশনটি।
![]() |
pic- delete Facebook post |
তার উপর ক্লিক করবো। delete অপশনে ক্লিক করলে, আরো একটি ইন্টারফেস আসবে।
নিচের ছবির মতো। যার বামপাশে delete লেখা থাকবে।
এখানে ক্লিক করবো।
তাহলে delete বা Remove হয়ে যাবে।
![]() |
pic- remove Facebook share |
এরপর আমরা ব্যাক করে প্রোফাইলে যাব। গিয়ে দেখবে যে পোস্টটি আছে না ডিলিট হয়ে গেছে।
নিচের ছবিরতে লক্ষ্য করুন।
![]() |
Pic- facebook post |
দেখা গেল পোস্টটি আমার প্রোফাইলে নেই।
Fine writing