অনলাইন মিডিয়ার সঙ্গে আমরা যারা জড়িত,
যেমন ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব, ব্লগ ইত্যাদি মিডিয়াতে কাজ করে টাকা আয় করতে সবাই চাই, তাই না?
আর এই টাকা আয় করতে গেলে একটা নিদিষ্ট একাউন্ট থাকতে হবে,যার মাধ্যমে গুগল টাকা লেনদেন করে থাকে।
তা হলো গুগল এডসেন্স একাউন্ট।
ইউটিউবের যতগুলো চ্যানেল হোক না কেন এডসেন্স একাউন্ট একটা হলেই যথেষ্ট।
কিন্তু ভুল বসতঃ দুই বা ততোধিক এডসেন্স একাউন্ট হয়ে গেলে একটা রেখে বাকী একাউন্ট গুলো ডিলিট
না করলে চ্যানেল বা ব্লগ মনিটাইজ হয়।
তো দেরি না আলোচনা শুরু করা যাক।
এ জন্য আমরা গুগল এ্যাপে ক্লিক করবো
নিচের লাল চিহ্নিত ছবির মতো।
![]() |
Pic-Google app |
গুগল এ্যাপে ক্লিক করার পর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে সেখানে উপরে ডানদিকে একাউন্টের ছবির উপর অর্থাৎ লাল তীর চিহ্নের মাথার উপর ক্লিক করবো।
![]() |
Pic- Google account |
তারপর যে ইন্টারফেস আসবে সেখানে আপনার যে কয়টি গুগল একাউন্ট থাকবে তা ক্রমিক আকারে সো করবে।
নিচের ছবির মতো।
এখান থেকে যে একাউন্টটার এডসেন্স একাউন্ট ডিলিট করবেন, তার উপর ক্লিক করে manage google account ক্লিক করবো নিচের ছবির মতো
![]() |
Pic-Manage Google account |
এরপর যে ইন্টারফেস আসবে সেখানে ডানদিকে যাব
সেখানে উপরে ডানদিকে Payment & Subscription
এ ক্লিক করবো নিচের ছবির মতো
![]() |
Pic-manage payment account |
Manage payment এ ক্লিক করবো ।
নিচের ছবির মতো ইন্টারফেস আসবে
![]() |
Pic-Payments and subscriptions |
তারপর Payment Method এ ক্লিক করবো তাহলে
নিচের ছবির মতো ইন্টারফেস আসবে
![]() |
Pic-Payments methods |
এখানে payment profile status ক্লিক করবো
তাহলে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে
![]() |
Pic-Payments profile |
এখানে নিচের দিকে Continues এ ক্লিক করবো তাহলে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে
![]() |
Pic-Payments continues |
এখানে কযেকটি অপশন আছে।
অর্থাৎ কি কারনে একাউন্টটি ডিলিট বা রিমুভ করতে চান,তারই শর্ত।
যেকোন একটিতেই ক্লিক করলেই হবে।
আমি উপরের অপশনে ক্লিক করলাম বা টিক দিলাম।
নিচের ছবির মতো
![]() |
Pic-remove adsense account |
এরপর আবার Continues এ ক্লিক করবো।
তাহলে হয়ে যাবে গুগল এডসেন্স একাউন্ট ডিলিট।
এরপর আপনার ঐ ইমেইলে ম্যাসেজ চলে আসবে।
আপনার গুগল এডসেন্স একাউন্টটি ডিলিট হয়ে গেছে। আবার যদি সচল রাখতে চান রিকভারির জন্য ৩ মাস সময় বেঁধে দেবে গুগল কতৃপক্ষ।
যদি রিকভারি না করেন তো হয়ে গেল চুড়ান্ত ডিলিট।