অনলাইনে টুইটার, ইন্সটাগ্রাম, ফেসবুক একাউন্ট খুলে থাকি খবর, শিক্ষা ও বিনোদনের জন্য।
কিন্তু দেখা গেল কোন কারনে আমাদের এই সখের একাউন্টটি অকার্যকর বা ডিজাবল বা ডিএকটিভ হয়ে গেল।
তখন অনেক সমস্যায় পড়ে যাই।
ভাবি কিভাবে এটা খুলবো বা সচল করবো।
এ নিয়ে অনেক দুঃচিন্তায় থাকতে হয়ে।
চিন্তার কোন কারন নেই।
সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
ফেসবুক একাউন্ট ফেসবুক কতৃপক্ষ বিভিন্ন কারনে ডিজাবল বা বাতিল বা রিজেক্ট করে।
ফেসবুক আই ডি চালাতে গেলে কিছু নিয়ম-নীতি মেনে চলতে হবে। আর এই নিয়ম-নীতি গুলো আমরা কোনদিন পড়েও দেখি না বা দেখার চেষ্টাও করি না।
আবার অনেকে ইংরেজি ভালো বুঝিনা জন্য এগুলো পড়তে পারি না বা বুঝিনা।
অর্থাৎ আপনারা অনলাইনের প্রতিটি মিডিয়ায় এই নিয়ম-নীতি থাকে।
এগুলো ইংরেজি বোল্ড আকার লেখা থাকে
Terms and Conditions, Community Guidelines
যাইহোক আমরা এখন আসল কথায় চলে আসি।
তো বন্ধুরা প্রথমে আমরা যে কোন ব্রাউজার অপেন করবো।
যেমন গুগল,ক্রোম,মজিলা ফায়ারফক্স বা পুফিন ইত্যাদি।
আমি মজিলা ফায়ারফক্স অপেন করলাম।
ওখানে সার্চ বক্সে নিচের ছবির মতো
www.facebook.com লিখে সার্চ দিবো।
![]() |
Pic-browser open |
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেইস আসবে।
এখানে লাল লেখা 1 নং ঘরে এ আপনার ইমেইল বা ফোন নাম্বার দিবেন।
অর্থাৎ ডিজাবল ফেসবুক একাউন্ট টি যে ফোন নাম্বার বা যে ইমেইল দিয়ে খোলা হয়েছে, তার লিখে দিবো।
2 নং নাম্বার লেখার ঘরে পাসওয়ার্ড বা গোপন পিন লিখে দিবেন।
![]() |
Pic-open Facebook |
যদি পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে
Forgotten password? এ ক্লিক করবো।
এর পরে log in করবো, তাহলে নিচের ছবির মতো একটি ইন্টারফেইস আসবে
![]() |
Pic-FAQ page |
এখানে সবুজ অক্ষরে লেখা FAQ page here লেখা থাকবে here এর উপর ক্লিক করবো, তাহলে
নিচের ছবির মতো একটি ইন্টারফেইস আসবে
![]() |
Pic-use form |
এরপর মার্ক করা লাল চিহ্নিত স্থানের মধ্যে লেখা আছে use this form to request এই লেখার উপর ক্লিক করবো তাহলে নিচের ছবির মতো ফর্ম আসবে
![]() |
Pic-Recovery form |
এখানে লাল কালিতে হাতের লেখা 1, 2 , 3 লেখা আছে।
1নং ঘরে ইমেইল নাম্বার দিবেন।
2 নং ঘরে যে নামে আপনার ফেসবুক একাউন্ট টি ছিল সেই নামটি হুবহু লিখতে হবে।
3নং ঘবে আপনার এনআইডি কার্ডের ফটো কপি দিতে হবে।
অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্রের ফটো।
যা এন্ড্রোয়েড ফোনের ক্যামেরা দিয়ে এনআইডি কার্ডটির দুই পিঠ ছবি তুলে, তা ভালো ফটোসপ দিয়ে ইডিটে এপিঠ-ওপিঠ এক পৃষ্টায় করে ছবি সাজাতে হবে।
জাতীয় পরিচয়পত্রের ছবি ও ফেসবুক প্রোফাইলের ছবি এক হতে হবে।
তা ফটোসপের মাধ্যমে করবেন এবং ঐ ছবিটি এখানে আপলোড করতে হবে।
তার পরে নিচের দিকে Send বা OK বাটনে ক্লিক করবো।
তাহলে কাজ শেষ।
এখন নিচের ছবির মতো একটি ইন্টারফেইস আসবে।
![]() |
Pic-result form |
এখানে লেখা থাকবে যে পরবর্তীতে আপনাকে ম্যাসেজে জানানো হবে। আপনার আইডি খুলে দেয়া যেতে পারে।
এজন্য অন্ততঃ৩ থেকে ১৫ দি ন বা এক মাস পর্যন্ত সময় নিতে পারে।
তারপর হয়তো আপনার আইডি টিকে খুলে দিতে পারে।
আপনার আইডি টি যদি সামান্য অপরাধে যেমন গ্রুপে বেশি বেশি শেয়ার করার কারনে ডিজাবল করে দিলে তা খুলে দিবেন কতৃপক্ষ।
আর যদি আইডিতে ভাইলেন্স জনিত কারনে যেমন সেক্সচুয়াল ছবি,ভিডিও বা পোস্ট নিউজফিড বা ম্যাসেঞ্জারে আদান-প্রদান করা জনিত কারনে ডিজাবল করলে, না ও খুলে দিতে পারে।
তবে উপরোক্ত নিয়মে কাজ করলে আইডি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে,
হয়তো একটু অপেক্ষা করা লাগতে পারে।