আমাদের প্রত্যেকের বাসায় বিদ্যুৎ বা Electricity আছে।
বর্তমান বিদ্যুৎ ছাড়া আমাদের ১ সেকেন্ড চলে না।কারন বর্তমান আমরা বিদ্যুৎ এর উপর সম্পুর্ন নির্ভরশীল হয়ে পড়েছি।
আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজ গুলো বিদ্যুৎ ছাড়া হয় না।
যেমন-বাতি জ্বালানো,পাখা চালানো,রান্না করা,বাসায় পানি সাপ্লাইয়ের জন্য পাম্প ব্যবহার করা,যানবাহন অটোরিক্সায় চার্জ দেয়া, প্রতিদিন ঘুম থেকে উঠে যে জিনিসটার বিশেষ প্রয়োজন যা হলো মোবাইল ফোন, এটাও কারেন্টে চার্জ দিয়ে ব্যবহার করতে হয়।
এমন একটা সময় ছিল, যখন মানুষ জানতো না বিদ্যুৎ কি?
যে সময়টাতে ছিল আলো বাতির ব্যবহার কেরোসিন তেল, টিনের তৈরি ল্যাম্প বা কুপি বা চেরাগ বা হারিকেন, বাঁশের তৈরি মশাল,মোমবাতি ইত্যাদি।
তখন খরচও অনেক কমে ছিল।১টাকার কেরোসিন তেল কিনলে ৫/৭ দিন হতো। রান্না কাঠ দিয়ে হতো চুলায়।
পাখার কথা বলতে গেলেই সেইদিনের কথা মনে পড়ে বাঁশের তৈরি,তাল পাতার তৈরি হাত পাখা।যার কোন প্রকার বিল বা খরচ নেই
একদম ফ্রীতে।
আর মোবাইলের পরিবর্তে চিঠিতে মতামত প্রকাশ করা হতো।সেই চিঠি যেতে ও আসতে ১/২ মাস সময় লাগতো।
বন্ধুরা মাফ করবেন।আবেগে অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম।
আমার কি দোষ বলুন।কথায় কথা নিয়ে আসতেছে।
যাইহোক এখন আসা যাক মুল আলোচনায়-
যা বলছিলাম-বিদ্যুৎ বিল।
আমরা বিদ্যুৎ ব্যবহার করি আর প্রতিমাসে বিল পরিশোধ নিয়ে একটু টেনশনে থাকতে হয়।
কারন সময় মতো বিল না দিলে সংযোগ বিছিন্ন করে দেয়া হয়।
আবার পুনরায় বিদ্যুৎ সংযোগ নিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়।
তা হলো-বিদ্যুৎ বিল পরিশোধ করা নিয়ে আর কোন ভাবনা নেই।
এখন ঘরে বসেই পরিশোধ করুন বিদ্যুৎ বিল।
আমাদের play store এ গিয়ে সার্চ বক্সে play store লিখে সার্চ দিলে bKash app চলে আসবে। এই এ্যাপটি ইনস্টল করে নেবো।
তারপর bKash app টি অপেন করি।তাহলে নিচের মতো একটি ইন্টারফেস আসবে।
আমার sign in করাই আছে তাই সরাসরি ঢুকে গেল।
নতুন করে ঢুকতে log in করতে হবে।
এজন্য কিছু তথ্যাবলী পুরণ করতে হবে।
যেমন আপনার নাম,জন্মতারিখ, ছবি,বিকাশ নাম্বার,বিকাশ পিন কোড।
ছবি দিলে ও হবে না দিলেও হবে।
এগুলো পুরণ করে লগ ইন করলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic-how to paid current bill |
তারপর আমরা ব্যালান্স দেখবো। উপরে Tap for balance এ ক্লিক করলে ব্যালান্স দেখা যাবে।
এরপর ঐ ছবির নিচের দিকে লক্ষ্য করবো
পল্লীবিদ্যুতের মনোগ্রাম যুক্ত pay bill লেখা থাকবে ওখানে ক্লিক করবো।
তারপর যে ইন্টারফেস আসবে।
নিচের ছবির মতো।
এখানে থাকবে মাসের নাম অর্থাৎ যে মাসের বিল দিবেন।
![]() |
Pic-how to paid bitdut bill |
![]() |
Pic-how to use bKash app |
তারপর আপনার বিলের কপির উপরের দিকে লেখা আছে।
sms account number এ-ই নাম্বার টি ইন্টারফেসের ঐ ঘরে লিখে দিয়ে নিচে লালঘরে 🔜তীর চিহ্নে ক্লিক করতে হবে।
এখানে বিলের মাস,জমার শেষ তারিখ,মোট বিল sms account number বিল psid না unpaid
লেখা থাকবে।
এরপর নিচে লাল ঘরে Tap to continue 🔜তীর চিহ্নে ক্লিক করবো।
তারপর যে ইন্টারফেস আসবে নিচের ছবির মতো।
![]() |
Pic-how to paid bitdut bill in home |
এখানে আপনার বিকাশ পিন কোড দিয়ে 🔜তে ক্লিক করবো।
নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic-how to tap bKash app |
এখানে লাল লেখার মধ্যে Tap and hold to pay bill এ লং প্রেস করতে হবে অর্থাৎ ৫/১০ সেকেন্ড চেপে ধরে থাকতে হবে।
Onek sundor
Very nice