অনলাইনে ঢোকার বা প্রবেশের প্রধান ঘাঁটি বা পথ হলো ইমেইল বা জিমেইল বা ইয়াহু একাউন্ট।
তাছাড়া এই ইমেইলেও আমরা চিঠিপত্রের মতো মনের ভাব বা আবেগ প্রকাশ করি ও আদান-প্রদান করি।
কিন্তু কিছু অপ্রয়োজনীয় ও বিরক্তিকর ইমেইল যদি বারবার ইমেইল ইনবক্সে আসে, তাহলে কার না বিরক্ত লাগে?
তো বন্ধুরা প্রথমে আমরা এন্ড্রোয়েড ফোন বা স্মার্টফোনের Data চালু করবো।
অর্থাৎ মোবাইল ফোনের স্ক্রিনটা আঙ্গুল দিয়ে ধরে নিচের দিকে টান দিলে মোবাইলের নোটিফিকেশন বার বের হবে সেখানে data এর উপর ক্লিক করলে ড্যাটা চালু হবে।নিচের ছবিতে লাল চিহ্নিত স্থানটি দেখুন।
![]() |
Pic-Start data |
এরপরের স্টেপ হলো জিমেইল বা ইমেইল বা ইয়াহু এ্যাপে ক্লিক করবো।
নিচের ছবির মতো ইন্টারফেসে লাল গোল চিহ্নিত স্থানে ক্লিক করবো।
![]() |
Pic-open gmail inbox |
তারপর যে ইন্টারফেস আসবে। সেইটা হলো ইমেইল ইনবক্স।এখানে যে সাইট বা যে ইমেইল থেকে বিরক্তিকর ইমেইল আসে, সেইটার যে কোন একটি ইমেইল খুঁজে বের করবো।
নিচের ছবির লাল চিহ্নিত স্থানটির মতো।
![]() |
Pic-Email inbox |
লাল চিহ্নিত স্থানে ক্লিক করলে।
বিরক্তিকর ইমেইল টি সম্পুর্ণ খুলে যাবে।
নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
![]() |
Pic-block email prosess |
এই ইমেলের ডানপাশে থ্রি ডট বাটনে ক্লিক করবো।
তারপর যে ইন্টারফেস আসবে,সেখানে কয়েকটি আপশন থাকবে।
সেখানে নিচের দিকে একটা অপশন আছে, যাতে লেখা থাকবে Block “email ”
![]() |
Pic-block email |
এখানে ক্লিক করবো। তাহলে কাজ শেষ।
ঐ ইমেইল থেকে আর কোনদিন ইমেইল আসবেনা।
যতক্ষণ না আবার আনব্লক করেন।
লক্ষ্য করুন নিচের ছবির মতো।
![]() |
Pic-block email |
এই ছবিতে লাল চিহ্নিত স্থানে ইংরেজিতে যা লেখা আছে তার অর্থ হলো ” ঐ ইমেইল থেকে আর কোনদিন ইমেইল আসবেনা।
এই ইমেইল গুলো ইমেইল সেন্টারে স্প্যাম হিসাবে থাকবে।
——————————————————————