picsart 03 26 06.41.40

বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান। how to increase facebook group member
বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান  how to increase facebook group member কথাগুলো মাথায় রাখতে হবে। নইলে সর্বনাশ হওয়ার আর বাকী থাকবেনা।

বৈধপন্থায় ফেসবুকগ্রুপে  মেম্বার বাড়ালে

ফেসবুক গ্রুপটি কোনদিন নষ্ট হবে না, এইটা গ্যারান্টি।

কিন্তু কেউ কেউ বলেন ২৪ ঘন্টায় বা ৭ দিনে বা ১ মাসে ১০ বা ২০ লক্ষ মেস্বার বাড়ান।

এসব হয় বা হতে পারে। তবে গ্রুপটি ঝুঁকিতে থেকে যায়।কারণ এইসব নিয়মকানুন অবৈধ।

ফেসবুক কতৃপক্ষের দেয়া নীতিমালা বা কমিউনিটি গাইড লাইনের আওতায় পড়ে না,

যা ফেসবুক নিয়ম আইন লংঘনের পরিপন্থি। যা মোটেও ঠিক না।

এমনতাবস্থায় আপনার ফেসবুক গ্রুপটি সাসপেন্ড অথবা রিজেকটেড অথবা চিরদিনের হারাতে পারেন। শখের গ্রুপটি বিলুপ্ত হলে খবু কষ্ট হবে।

তাই অবশ্যই বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান। যাতে ফেসবুক গ্রুপের কোন প্রকার ক্ষতি না হয়।

তো আজকের টিউটোরিয়াল আমরা নিচের টপিকগুলো সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো-

আলোচ্য টপিকঃ-

 

ফেসবুক প্রোফাইলে লগিন।

ফেসবুক গ্রুপে প্রবেশ।

Group settings.

Tag set.

Recommended groups.

Linked pages.

উপসংহার।

এখন আমরা উপরের বিষয়গুলো নিয়ে details জানবো।

ফেসবুক প্রোফাইলে লগিনঃ-

 

বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান-এর জন্য
যেকোন এন্ড্রোয়েড ফোনের ফেসবুক অফিসিয়াল এ্যাপে ক্লিক করবো।

এখানে ক্লিক করলে ফেসবুক প্রোফাইলে ঢুকে যাবে।

ওখানে যে ইন্টারফেস আসবে সেখানে লক্ষ্য করবেন যে উপরে মানুষের মাথার চিহ্ন বিশিষ্ট ফেসবুক গ্রুপ আইকন রয়েছে, সেই আইকনে ট্যাপ করবো।

এখানে ট্যাপ করলে নিজের তৈরি বা জয়েন্ট হওয়া গ্রুপের নামের লিস্ট অথবা গ্রুপ আইকন চলে আসবে।

ফেসবুক গ্রুপে প্রবেশঃ-

 

এইগুলোর মধ্যে থেকে আপনার যে গ্রুপটি বা আপনার যে গ্রুপটিতে বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান ওর জন্য কাজ করতে চান তার উপরে ক্লিক করবেন।

তাহলে সেই মনোনীত গ্রুপটি খুলে যাবে। এই ইন্টারফেসে গ্রুপ কভার ফটোর উপরে ডানদিকে একটি ব্যাচ আইকনের ভিতর তারকা চিহ্ন আছে।

নিচের ছবিতে দেখুন, সেখান চাপ দেবো।

এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস করবো। এই কয়টি সেটিংস করলে আমাদের গ্রুপে কিছু মেম্বার আগ্রহ হয়েই আমাদের গ্রুপে জয়েন করবে।

বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান। how to increase facebook group member
increase facebook group memberGroup settings:-

 

তারকা আইকনে ক্লিক করলে নিচের স্ক্রীনসটের মতো কয়েকটি বাটনের  একটি সারি-কলামের ফিল্ড আসবে।

বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান। how to increase facebook group member
Group settings

এখান থেকে নিচের তিন নম্বার সারির ডান কলামে ছবিতে মার্ক করা লাল চিহ্নিত স্থান Group settings এ ক্লিক করবো।

Tag set:-

 

বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান এর উদ্দেশ্যে
Group settings চাপার পর নিচের ফটোর মতো একটি লিস্ট চলে আসবে।

বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান। how to increase facebook group member
Tag set up

উক্ত লিস্ট থেকে উপরের ফটোতে লাল মার্ক করা স্থানটি Tag option এ ক্লিক করবো। এখানে ক্লিক করলে একটি সার্চ বক্স আসবে।

সেখানে আপনার ফেসবুক গ্রুপটি যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির ট্যাগ দিতে হবে। যেমন আমার গ্রুপটি Technology category, তাই টেকনোলজি ট্যাগ সেট করলাম।

এই tag set করার সুবিধা হচ্ছে-এই ক্যাটাগরির যত গ্রুপ ফেসবুকে রয়েছে, তাদের লিস্টে এই গ্রুপটি চলে যাবে। বড় বড় গ্রুপ গুলো  যখন কেউ দেখবে,তখন আমাদের গ্রুপটি চলে আসবে।

আর সেই ব্যক্তিকে গ্রুপটি ভালো লাগলে সে জয়েন করবে। এভাবে বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ানো সম্ভব।

যাইহোক ট্যাগটি লেখার পর উপরে ডানদিকে save বাটনে ক্লিক করে সেট করে নেবো।

Recommended groups:-

 

এরপর আবার ফিরে আসবো আগের মেনুতে। এই মেনুর একটু নিচের দিকে এসে Linked Groups and Pages অপশনের নিচে দুটি অপশন রয়েছে সেই দুটি সেটিংস করতে হবে। নিচের ছবিতে লক্ষ্য করুন।

বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান। how to increase facebook group member
Recommended groups

 এখানে উপরের অপশন Recommended groups- এ ট্যাপ করবো। তারপর যে ইন্টারফেস আসবে সেখানে টেকনো লজি গ্রুপের একটি গ্রুপ এখানে Recommended করতে হবে।

তবে অটোমেটিক ঐ ক্যাটাগরি এর গ্রুপ নিচে আসবে,যদি পুর্ব আপনার সেই গ্রুপে জয়েন্ট করা থাকে। না থাকলে নাম দিয়ে সার্চ দেবেন।

সেই গ্রুপটি সেট করে নেয়া হলো। তাতে কি হবে যে গ্রুপটি Recommended এ এড করলেন।

এই গ্রুপের নিচে Suggested Group list আমাদের গ্রুপটি চলে আসবে এবং ঐ ভিউয়ারদের সামনে আমাদের গ্রুপটি চরে আসবে। এবং মেম্বার বাড়বে।

Linked pages:-

 

আবারো ব্যাক করে চলে আসবো আগের মেনু লিস্টে। এখানে Recommended groupsএর নিচের অপশন Linked pages এ ক্লিক করবো।

এরপর যে ইন্টারফেস আসবে ওখানে আপনি যে পেজ তৈরি করছেন বা আপনি যে পেজগুলোর এডমিন হিসাবে আছেন,সেই পেইজগুলো এখানকার তালিকায় আসবে।

উক্ত তালিকা থেকে আপনার যে পেইজটা প্রিয় বা যেইটার ফলোয়ার বা লাইকার বেশি, সেই page লিংক করবেন।

লিঙ্ক করতে ঐ পেজের ডানপাশে link বাটনে ক্লিক করলে লিংক হয়ে যাবে। তখন ঐ পেজটি কেউ দেখলে, তার সাজেস্ট গ্রুপে আমাদের গ্রুপটি দেখাবে এবং তাতে মেস্বার বাড়বে।

এই সম্পর্কে আরো জানতে এখানে চাপুন।

এই সাইটে  আরো কিছু  টিউটোরিয়ালঃ-

ফেসবুকগ্রুপ সেটিংস কিভাবে করলে ফ্রী প্রমোট হবে।

ফেসবুক প্রোফাইলকে পেজে রুপান্তর করবেন কিভাবে? সব ঠিক রেখে।

এর ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

উপসংহারঃ-

 

পরিশেষে বলা যায় যে অবৈধ কোটি টাকার চেয়ে বৈধ এক টাকা অনেক ভালো।যার কোন ভয় নেই। তাই মেম্বার বাড়ানোর বৈধ পথ টাই অবলম্বন করাই শ্রেয়।

2 thoughts on “বৈধপন্থায় ফেসবুকগ্রুপে মেম্বার বাড়ান। how to increase facebook group member”

  1. Pingback: কিভাবে ফোনদিয়ে ফেসবুকে পোস্ট বা আপলোড করবেন খুব সহজে

  2. Pingback: বিরক্তিকর ইমেইল থেকে কিভাবে রেহাই পাবেন how to get ride of u

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shares