ফেসবুক প্রোফাইলকে কিভাবে হ্যাকারের হাত থেকে বাঁচাবেন facebook id hacked জনপ্রিয় একটি সোসাল মিডিয়া হলো ফেসবুক। Facebook ID hack হয়ে গেল অনেক কষ্ট হয়,দুঃখ লাগে। পৃথিবীতে সব বিষয়ে দুটি সাইট রয়েছে-ভালো-মন্দ,সুখ-দঃখ,হাসি-কান্না,আনন্দ-বেদনা,পজিটিভ-নেগেটিভ,উঁচু-নিচু,আকাশ-পাতাল,শত্রু-মিত্র।
এই টিউটোরিয়ালে যা জানতে পারবোঃ-
হ্যাকার কি?
facebook আইডি হ্যাক হলে কিভাবে বুঝবো?
ফেসবুক প্রোফাইলকে কিভাবে হ্যাকারের হাত থেকে বাঁচাবো?
ফেসবুক প্রোফাইল সেটিংস।
Security and Login বাটন।
উপসংহার।
হ্যাকার কিঃ-
ফেসবুকে কিছু শত্রু আছে,যারা একাউন্ট হ্যাক করে। এদের বলা হয় হ্যাকার। নিজের স্বার্থের জন্য হ্যাকাররা facebook id hacked করে থাকে।
facebook আইডি হ্যাক হলে কিভাবে বুঝবোঃ-
আপনার ফেসবুক একাউন্টে এমন কিছু নতুন ও অস্বাভাবিক ঘটনা ঘটছে, যা আপনি নিজেও জানেন না। অর্থাৎ আপনার আইডিতে কিছু পোস্ট বা ফটো আপলোড হচ্ছে, যা আপনি নিজে করেননি। এমনকি আপনার ফেসবুক একাউন্টিতে লগিনো করতে পারছেননা। এই রকম ঘটনা ঘটলে আপনি বুঝবেন যে আপনার আইডি টি হ্যাক হয়েছে।
হ্যাকারা যেকোন সময় আপনার ফেসবুক প্রোফাইলসহ অনলাইনে বিভিন্ন একাউন্ট যেমন-ইমেল একাউন্ট, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল মোবাইল এ্যাপস হ্যাক করতে পারে।
ফেসবুক প্রোফাইলকে কিভাবে হ্যাকারের হাত থেকে বাঁচাবোঃ-
এজাতীয় একাউন্ট গুলো হ্যাকারদের নিকট থেকে দুরে রাখতে বা রক্ষা করতে হলে কিছু সেটিংস বা সেট আপ করতে হবে। তাহলে হ্যাকারদের বাপ,হ্যাকরদের চৌদ্দ-গোষ্টি আপনার কোন একাউন্টেই হ্যাক করতে পারবেনা গ্যারান্টি।
তাহলে এখন আমরা ফেসবুক প্রোফাইলকে কিভাবে হ্যাকারের হাত থেকে বাঁচাবো facebook id hacked সে-সম্পর্কে গুুুুুুরুত্বপূর্ণ সেটিংস করে ফেলবো।
ফেসবুক প্রোফাইল সেটিংসঃ-
এন্ড্রোয়েড ফোন বা কম্পিউটারে ফেসবুক অফিসিয়াল এ্যাপে ট্যাপ করবো।
তারপর যে ইন্টারফেস আসবে অর্থাৎ ফেসবুক ফিল্ড বা নিউজফিড আসবে, সেখানে উপরে ডানদিকে থ্রি লাইনে ক্লিক করবো। নিচের ছবির মতো।

থ্রি লাইনে ট্যাপ করলে যে ফিল্ড আসবে, সেখানে নিচের দিকে Settings & Privacy বাটনে প্রেস করবো।নিচের ইমেজের মতো।

তাহলে যে ইন্টারফেস আসবে ওখানে Settings অপশনে ক্লিক করবো।
Security and Login বাটনঃ-
এরপর যে ইন্টারফেস আসবে, ওখানে Security বিভাবে Security and Login বাটনে ক্লিক করবো নিচের ছবিতে লাল মার্ক করা স্থানে।

ওখানে ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে,সেখানে Login সেকশনে Two-Factor Authentication বাটনে অর্থাৎ নিচের ছবিতে লাল সামান্তরিক চিহ্নিত স্থানের গ্রেটার দেন > চিহ্নটিতে ট্যাপ করবো।

তারপর যে ফিল্ড আসবে যেখানে লেখা আছে-Select Your Phone Number হেডলাইনের নিচে একটি অটোমেটিক ফোন নাম্বার আসবে, ঐ নাম্বার আপনার যদি সচল নাম্বার হয়, তাহলে ঐ নাম্বারটি রাখবেন।নিচের ছবিতে দেখুন

আর যদি মনে করেন যে আর অন্য একটি নাম্বারে ম্যাসেজ চান,তাহলে Add Phone Number অপশনে ক্লিক করলে নতুন একটি টেক্স ফিল্ড আসবে ওখানে সেই ফোন নাম্বারটি টাইপ করবেন।
এরপর নিচে Continue বাটনে ক্লিক করবো।
এরপর দুটি অপশন আসবে-একটি হলো Authentication app ও অপরটি হলো Text Message (SMS) অপশন। দ্বিতীয় অপশনে ক্লিক করবো এবং Continue বাটনে ক্লিক করবো,তাহলে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
তারপর একটি ফাঁকা ঘর আসবে,যেখানে ৬ অংকের একটি কোড বসাতে হবে বা টাইপ করতে হবে,যা আপনার ফোনে ইতিপুর্বে পাঠানো হয়েছে।

কোডটি বসার পর Confirm বাটনে ক্লিক করলেই হয়ে গেল কাজ শেষ।
এই সেটিংস গুলো করতে পারলে হ্যাকারা জীবনে ফেসবুক আইডি হ্যাক করতে পারবেনা।
কারণ হ্যাকারা আপনার ফেসবুক লগিন পাসওয়ার্ড চুরি করতে পারে কিন্তু দ্বিতীয় ফেক্টর একটিভ করলে তা চুরি করতে পারবেনা।
আপনি বা যে কেউ আপনার ফেসবুক একাউন্টে লগিন করতে যাবেন,তখন আপনার দেয়া ফোন নাম্বারটিতে একটি ছয় অংকের কোড চলে যাবে।
এই কোডটি শুধু আপনার মোবাইলে যাবে,আর কারো মোবাইলে নয়।
এই ছয় অংকের কোডটি ছাড়া ফেসবুকে লগিন করতে আপনিও পারবেননা।
উপসংহারঃ-
facebook id হ্যাক হওযার আগেই উপরোক্ত নিয়মানুযায়ী সেটিংস করলে কোন হ্যাকার আর আপনার ফেসবুক একাউন্টটি হ্যাক করতে পারবেনা। তাই মনোযোগ সহকারে সেট আপ করে নেবেন।
ফেসবুক সম্পর্কে কয়েকটি পোস্টঃ-
খুব সহজেই ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাটন সেট করুন
কিভাবে ফেসবুক গ্রুপ সেটিংস করলে ফ্রীপ্রমোট হবে
কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে
Nice post
Thanks
Pingback: কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে
Pingback: Facebookpages merge by android দুটি পেজকে একটি পেজে পরিণত করুন