সোসাল মিডিয়ার শীর্ষে ফেসবুক। টাকা আয় করতে ফেসবুক পেজ খুলতে হয়। আর এই ফেসবুক পেজ প্রমোট না করতে পারলে টাকা আয় করা সম্ভব না।
তাই আপনার যদি ফেসবুক পেজ থাকে, তাহলে এখনেই কিছু সেটিংসের মাধ্যমে ফেসবুক পেজ প্রমোট করে ফেলুন,না করলে টাকা আয় করতে পারবেন না।
অর্থাৎ ফেসবুকে পেজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে গেলে পেজটিতে বেশি বেশি ভিজিটর আনতে হবে।
অনেক বেশি ভিউয়ার আনতে অবশ্যই আপনার ফেসবুক পেজ প্রমোট করতে হবে।
ফেসবুক পেজ প্রমোট করলে হাজার দর্শক আপনার পেজে আসবে এবং আপনার আপলোড করা ভিডিওগুলো দেখতে থাকবে।
নিচের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংসেই আপনার ফেসবুক পেজকে প্রমোট করতে পারে। এজন্য টিউটোরিয়ালটি ভালোভাবে পড়ুন।
আমরা এন্ড্রয়েড ফোনের ফেসবুক অফিসিয়াল এ্যাপে লগিন করবো। তাহলে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে, ওখানে ডানপাশে থ্রী লাইনে ক্লিক করবো।

তাহলে আমাদের ফেসবুক প্রফাইলটি এসে যাবে। তার নিচে আমাদের যে কয়টি পেজ খোলা রয়েছে,তার লিস্ট চলে আসবে।
এখন যে ফেসবুক পেজ প্রমোট করবো, তার উপর ট্যাপ করবো। তাহলে পেজটি অপেন হবে।
পেজটি অপেন হওয়ার পর পেজের পেজের কভার ফটোর উপরে কয়েকটি বাটন রয়েছে। তার সর্ব ডানদিকে …. More বাটন আছে,সেখানে চাপ দিবো।
তখন বেশ কয়েকটি অপশন সম্বলিত নতুন একটি ফিল্ড আসবে। এই ফিল্ডের মাঝখানে Edit Page অপশনে ক্লিক করবো।
এই অপশনটিতে ক্লিক করলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস অপেন হবে।

এখানে লাল মার্ক করা কয়েকটি সেটিংস আছে। এগুলো সেটিংস করতে হবে।
Page Header এ ট্যাপ করবো,তাহলে আমাদের ফেসবুক পেজের ছবিসহ পেজের নামটি দেখা যাবে।
এটি ঠিক থাকলে কোন পরিবর্তন করার প্রয়োজন নেই। এটি সাধারণত টিকই থাকে। এরপর আসি পরের সেটিংস Page Info-তে।
এখানে ক্লিক করলে পেজের কভার ফটো ও প্রফাইল ফটোর নিচে কয়েকটি অপশন আসবে।
এই অপশন লিস্টের উপরে +Add website অপশনে ক্লিক করলে একটি টেক্স ফিল্ড আসবে।
ওখানে আপনার কোন ওয়েবসাইট থাকলে, তা দিয়ে দিবেন। আর না থাকলে কোন দরকার নেই। তারপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবো।
এরপর +Add description অপশনে ক্লিক করবো এবং টেক্সফিল্ড আমাদের পেজটি সম্পর্কে বর্ণনা করবো। আপনি যে ভাষায় লিখতে চান, লিখবেন।
ইংরেজি বা নিজের ভাষা বাংলায় দিতে পারেন। নিচের ছবিতে লাল চিহ্নিত সামন্তরিক ক্ষেত্রটিতে লক্ষ্য করুন আমি ইংরেজিতে দিয়েছি।
তারপর নিচে Save বাটনে ক্লিক করে সেভ করবো।

তারপর আসি Contact অপশনে দুটি উপ অপশন রয়েছে,সেই দুটি পুরণ করতে হবে।একটি হলো ফোন বা মোবাইল নাম্বার এবং অপরটি ইমেইল একাউন্ট।
এই দুটি যথাক্রমে পুরণ করে Save করতে হবে।
তারপর Button সেটিংস করবো। এই জন্য Button অপশনের নিচের ঘরটিতে ট্যাপ করবো এবং ওখানে Learn More অপশনটি চয়েচ করে সেলেক্ট করবো।
কারণ ফেসবুক পেজ প্রমোট করতে এই বাটনটি অনেক ভুমিকা রয়েছে। এই Learn More আপনার ওয়েবসাইটের লিংকটি দিয়ে দিবেন।
যখন ভিজিটর এখানে ক্লিক করবে,তখন তাঁকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনার সাইটটি যদি তাঁকে ভালো লাগে। তাহলে ফিরে এসে আপনার পেজটিতে লাইক দেবে।
এরপর সেটিংস করি পরের অপশন Hours Correct টিতে।
এখানে আপনি Always Open অথবা Standerd Hours সেলেক্ট করতে পারেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা পেজটি কতক্ষন খোলা থাকবে?
এই সেটিংসটাই এখানে করতে হবে। দ্বিতীয় অপশনটি চালু করতে গেলে আপনাকে সময় নির্ধারণ করতে হবে কয়টা থেকে কয়টা বা কি কি বারে খোলা থাকবে।
নিচের ছবিতে দেখুন আমি যা দিয়েছি।

এরপর সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবো।
তারপর Settings অপশনে ক্লিক করবো।এখানে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন আসবে। সেখান থেকে Page Role অপশনে ক্লিক করবো।
এই পেজ রোলে আপনি আপনার নিকটস্থ প্রিয় বন্ধুদের এডমিন হিসাবে নিয়োগ দিতে পারেন। এই এডমিন নিয়োগ করার সুবিধা কি, তাই না?
এর সুবিধা হলো ভবিষ্যতে আপনার ফেসবুক প্রফাইলটি যদি ডিজাবল হয়। তাহলে আপনার পেজটি হারাবে না।
পেজটি আপনার বন্ধুর প্রফাইলে গিয়ে পাবেন। আর একটি নতুন প্রফাইল খুলে আবার ঐ টাতে আপনার পেজটি আনতে পারবেন।
এজন্য কমপক্ষে দশটি বন্ধুকে এডমিন হিসাবে এ্যাড করুন। নিচের ফটোতে দেখুন এডমিন নিয়োগ।

এডমিন সিলেক্ট করার পর নিচে Add বাটনে ক্লিক করবো।
এরপর ফেসবুক পেজ প্রমোট-এর জন্য শেষ সেটিংসটি হলো ম্যাসেজিং। এটি ঐ মেনুতে পেজ রোলের একটার উপরের অপশনটি।

Messanging অপশনটিতে ট্যাপ করবো। ট্যাপ করলে উপরের ইমেজের মতো একটি ইন্টারফেস আসবে।
এখানে সব অপশনগুলো অন করে দেবো।তাহলে যে কেউ ম্যাসেজ দিলে, তারা অটোমেটিক রিপ্লাই পাবে।
ফলে ভিউয়াররা মনে করবে যে পেজে সব সময় আছি। এই রকম দর্শকদের খুশি করাতে পারলে, তাঁরা পেজে লাইক দেবে।
সব সেটিংস ঠিকঠাক করলে আপনার ফেসবুক পেজ প্রমোট হবে।
এ সম্পর্কিত আরো কিছু পোস্ট
সব ঠিক রেখে কিভাবে ফেসবুক প্রোফাইলকে পেজে রুপান্তর করবেন
কিভাবে ভিডিও আপলোড করলে ফেসবুক পেজ ফ্রী প্রমোট হবে
কিভাবে ফোন দিয়ে ফেসবুক পেজ খুলে হাজার হাজার টাকা আয় করবেন
এন্ড্রোয়েড দিয়ে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন