আমরা ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে অনলাইন ব্যবহার করে থাকি।
এই অনলাইন ব্যবহারের জন্য আমাদের সেকেন্ড চলে না। আর এগুলোর জন্য সাশ্রয়ি,সস্তা, কমদামের প্যাকেজ দরকার।
কথা না বাড়িয়ে শুরু করা যাক।
প্রথমে আমাদের Android phone এর play store এ ক্লিক করবো।
এরপর যে ইন্টারফেস আসবে। নিচের ছবির মতো সার্চ বক্সে “Flexi plan” লিখে সার্চ দিলে প্রথমে যে app টি থাকবে এটি ডাউনলোড করে নিতে হবে।
তার আগে app টি সম্পর্কে একটু বলি-এই app টি ৫ মিলিয়ন লোক ডাউনলোড করে ব্যবহার করছে।চিত্রে গোল দাগ দেয়া স্থানগুলো লক্ষ্য করুন
অত্যন্ত ভাল একটি app। আমি বহুদিন ধরে ব্যবহার করি। ডেটা ও মিনিট কিনে থাকি এই app এ-র মাধ্যমে। এখানে যেকোন কিছু কিনলে ১০% থেকে ৮৭% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
![]() |
Flexiplan in Play store |
যাইহোক এখন flexiplan app টি ডাউনলোড করার জন্য ছবিতে গোল চিহ্নিত স্থানে দেখবেন চার রং-এর চার গোল দাগ বা ফোটা আছে।
তার নিচে ডানপাশে Installe লেখা একটি ঘর আছে, সেখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। app টি installed হতে ২-৩ মিনিট সময় লাগতে পারে ।
ডাউনলোড হয়ে গেলে open এ ক্লিক করে app টি খুলবো।
খুললেই নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Flexiplan interface |
ওখানে ৪ টি অপশন আসবে-
1.Internet
2.Talk time
3.Validity
4.SMS
এই app এর মাধ্যমে একসঙ্গে ৩ টি প্যাকেজ কিনতে পারি। যেমন ডেটা,মিনিট ও এসএমএস।
নিচের ছবিতে দেখুন- মিনিট কেনা হচ্ছে।
২৫ মিনিট
৭ দিন মেয়াদে
কিনলে ২০ঃ৩৯ টাকা খরচ হবে (ভ্যাটসহ)
সাশ্রয় হবে ৫৪%।
অর্থাৎ আপনার সীম একাউন্ট থেকে কেটে নেয়া হবে। যে প্লানটি ক্রয় করবেন তার মনঃস্থির করে নিন।
নিচের দিকে ডান পাশ্বে দেখবেন মুল্য নির্ধারণ করা আছে এবং বাম পাশ্বে কত পার্সেন্ট সেভ হলো তাও দেখাচ্ছে।
নিচের ছবিতে দেখুন।আমরা এমনিতে ফোনে যখন কথা বলি, তখন প্রায় প্রতি মিনিট প্রায় ২ টাকা করে কাটে।
![]() |
Talk time buy |
এরপর সর্বনিচে মাঝখানে Buy Now এ ক্লিক করুন।
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে, যা মেনুটি আবার সংশোধনের সুযোগ থাকবে যদি প্যাকেজ পরিবর্তন করেন?
![]() |
Your flexiplan |
যদি উক্ত প্যাকেজে ঠিক থাকে বা কোন পরিবর্তন না করেন এবং বামপাশে ফোন নাম্বার দিবেন যে নাম্বারে প্যাকেজটি নিতে চান।
তারপর নিচে Confirm অপশনে ক্লিক করবেন।
এরপর যে ইন্টারফেস আসবে সেখানে একটি কোড নাম্বার বসাতে হবে।
অর্থাৎ যে ফোন নাম্বার দেয়া হয়েছে ওখানে, সেই নাম্বারে sms এর মাধ্যমে একটি কোড যাবে।
সেটাই কোডের ঘরে বসিয়ে আবার Confirm এ ক্লিক করলে হয়ে যাবেএবং নিচের ছবির মতো Successfully ইন্টারফেস আসবে।
আপনার ঐ নাম্বারে আবার confirm sms যাবে
![]() |
Flexiplan success bar |
আবার ধরুন আপনি ডেটা বা মেগাবাইট বা গিগাবাইট কিনবেন।
তখন আবার back করে app এ আসবো এবং ঐ মেনুতে সাজিয়ে নেবো।নিচের ছবির মতো।
![]() |
5 GB internet |
এখানে
5 GB প্যাক
07 days
123:47 টাকা(ভ্যাটসহ)
সেভ 31%
কিন্তু যদি আমরা সাধারণ ভাবে মেগা কিনতে চাই তাহলে
1 GB=97 টাকা লাগবে।
সে হিসাবে 5 GB=?
5GB=5×97=485 টাকা।
তাহলে চিন্তা করুন কি অবস্থা। তাই না?
যাইহোক এখন মিনিটের মতোই প্যাকেজ ক্রয় করার পদ্ধতি ডেটার।
তো ঐ একই নিয়মে ডেটা বা মেগাবাইট কিনতে পারবেন।