গুগল এডসেন্সই হচ্ছে অনলাইন জগতে টাকা আয় করার একমাত্র অবলম্বন বা মাধ্যম। Google adsense pin verified করার মাধ্যমে ইউটিউব, ওয়েবসাইট এবং এন্ড্রোয়েড এ্যাপসে গুগল কতৃপক্ষ আমাদের ব্যাংক একাউন্টে অর্জিত ডলার পাঠিয়ে দেয়।
আর এই এগুলো যত ভিউয়ার দেখবে,তত টাকা ইনকাম হবে। এই টাকা আমাদের ব্যাংক একাউন্টের মাধ্যমে হাতে পৌঁছানোর দায়িত্ব এডসেন্স এর।
এজন্য গুগল এডসেন্স আমাদের ঠিকানাটি ভেরিফাই করার জন্য একটি ছয় অংকের পিনের চিঠি পাঠিয়ে দেন আমাদের ঠিকানায়।
চিঠি পাওযার সাথে সাথে সেই পিনটি এডসেন্সে বসিয়ে সাবমিট করার মাধ্যমে Google adsense pin verified করতে হয়।
ওয়েবসাইট তৈরি করে নিয়মিত আর্টিকেল পাবলিশ করি,ইউটিউব চ্যানেল তৈরি করে নিয়মিত ভিডিও করি,এন্ড্রোয়েড এ্যাপস তৈরি করে অনলাইনে টাকা ইনকাম করা যায়।
ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অনঃ-
ইউটিউবের শর্ত পুরন হলে অর্থাৎ এক বছরে ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব হতে হবে ১০০০ এবং ভিডিও ওয়াচ টাইম হতে হবে ৪০০০ ঘন্টা।
এই চ্যানেলের ভিডিও গুলো মানুষকে একবছরে ৪০০০ ঘন্টা দেখতে হবে।
তাহলে আমাদের চ্যানেলটি গুগল এডসেন্স এ একাউন্ট খুলে মনিটাইজেশনের বা নগদিকরনের জন্য যোগ্য হবে।
মনিটাইজেশনের জন্য এ্যাপ্লাই করলে ইউটিউব কতৃপক্ষ চ্যানেলটি রিভিউতে রেখে সর্বোচ্চ ৩ থেকে ৭ সাতদিনের মধ্যে ফলাফল দিয়ে দিবেন।
চ্যানেলে কোন সমস্যা না থাকলে ২৪ ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যায় বা ইমেলে জানিয়ে দেয়। তারপর এ্যাড শো’র মাধ্যমে টাকা ইনকাম হতে থাকে।
ওয়েবসাইট এডসেন্স এপ্রুভঃ-
এভাবে এ্যাপস বা ওয়েবসাইটটি গুগল এডসেন্স এপ্রুভ হবে এ্যাপ্পাই করার ১ থেকে ১৪ দিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে এবং কিছু এ্যাড অটো শো হবে এবং টাকা আসা শুরু হবে।
ইউটিউব বা ওয়েবসাইটে ভিডিও বা আর্টিকেলে ইচ্ছা মতো এ্যাড বসাতে হয়।
কিভাবে তা বসাবেন সে-সম্পর্কে পরে পোস্টে বা পরবর্তী যে কোন পোস্টে আলোচনা করা যাবে।
আর এসব থেকে ইনকাম করতে গেলে এডসেন্স একাউন্ট তৈরি করতে হবে। যার মাধ্যমে টাকা আসবে।
আমাদের ওয়েবসাইটে বা ব্লগার বা ওয়ার্ডপ্রেস সাইটটি এসইও প্রসেসিং সমাপ্ত করার পর অর্থাৎ একটি সুন্দর ও এসইও থিম সাইটে আপলোড করতে হবে,সেই থিমটি কাস্টমাইজড করতে হবে।
তারপর ওয়েবসাইটে কমপক্ষে ৩ বা ৫ বা ৭ টি পেজ তৈরি করতে হবে। সাইটটি অবশ্যই গুগল সার্চ কনসোলে যুক্ত করতে হবে।
এরপর গুগল এডসেন্সে এপ্রুভালের জন্য দরখাস্ত করতে হবে।
১ থেকে ১৪ দিনের মধ্যে গুগল এডসেন্স কতৃপক্ষ আমাদের সাইটটি চেক আপ বা রিভিউ করে যোগ্য হলে গুগল এডসেন্স এপ্রুভ করবেন।
আর যদি তা না হয়, তখন আবার সাইটটি সংশোধন করে পুনঃ দরখাস্ত করতে বলবে। সেইটাই উপরের নিয়মে এপ্রুভ হবে।
আবার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হলে ভিডিওগুলোতে এ্যাড সেট হয়।
আর এখান থেকে টাকা ইনকাম শুরু হবে।
ইনকামের টাকা এডসেন্সে প্রতিমাসের ১০/১১ তারিখে যোগ হবে।
এডসেন্সে ইনকাম যখন ১০ ডলার হবে,তখন আমাদের দেয়া এডসেন্সে ঠিকানায় ছয় অংকের একটি পিন নাম্বারের চিঠি আসবে। আর তা তাড়াতাড়ি Google adsense pin verified করা জরুরি।
আর গুগল যখনই আমাদের ঠিকানায় পিনের চিঠি ইস্যু করবে সঙ্গে সঙ্গে ইমেলে জানিয়ে দিবেন এবং ডাকে খোঁজ নিতে বলবেন।
এডসেন্স পিন ভেরিফাইড চিঠিঃ-
এই পিনটি নম্বারটি এডসেন্স একাউন্টে গিয়ে টাইপ করে সাবমিট করতে হবে এবং তা ভেরিফাইড হয়ে যাবে।
Google adsense pin verified করার সময় থাকে চিঠি ইস্যুর তারিখ থেকে ৪ মাস পর্যন্ত।
চার মাসের মধ্যে পিন ভেরিফাইড না করতে পারলে, মনিটাইজেশন অফ হবে বা বাতিল হবে।
বিশ্বের যেকোন ঠিকানায় চিঠি যেতে সর্বোচ্চ সময় লাগতে পারে এক মাস।
এই এক মাসের মধ্যে চিঠি না পেলে আবার নতুন করে এপ্পাই করতে হবে।
তাও না পেলে আবার দরখাস্ত করতে হবে। আমি মাত্র ১৪ দিনেই পিনের চিঠি পেয়েছি।
এবং তা ভেরিফাইড কিভাবে করবো, তা শেষের দিকে টিউটোরিয়ালে দেখাবো।
চিঠি পাওয়ার পর পিন ভেরিফাই করতে পিনটি প্রেস করার সময় সতর্ক থাকতে হবে, যাতে ভুল না হয়।
একে একে তিনবার ভুল করলে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তাই পুরা সতর্ক থাকতে হবে।
পিন ভেরিফাই করার পর এডসেন্স একাউন্টে যখন ১০০ ডলার হবে,তখন এডসেন্স একাউন্ট-এর ব্যাংক একাউন্টের সঙ্গে লিংক বা সংযোগ করতে হবে।
যাতে ডলার গুলো ব্যাংকে নিজস্ব একাউন্টে ট্রান্সফার হয়ে আসে।
এডসেন্স একাউন্ট পিন ভেরিফাইড কিভাবে করবোঃ-
এজন্য প্রথমে আমরা এন্ড্রোয়েড ফোনের ক্রোম ব্রাউজার এ্যাপে ক্লিক করবো।
ওখানে সার্চ বক্সে Adsense Account লিখে সার্চ দেবো।
উপরে যে লিংকটি থাকবে সেখানে ট্যাপ করবো।
নিজের এডসেন্স একাউন্টে লগিন করে নিচের ছবির মতো এডসেন্স ড্যাসবোর্ড পেয়ে যাবো।

উপরের ছবিতে লাল মার্ক করা একটি নোটিশ ড্যাশবোর্ডে থাকবে।
এডসেন্স কতৃপক্ষ পিনের চিঠিটি পাঠিয়ে দেবেন। পিনটি ভেরিফাইড করার সাথে সাথে এই নোটিশটি চলে যাবে।
এখানে উপরে বামপাশে থ্রী লাইনে ক্লিক করলে কয়েকটি অপশন চলে আসবে, সেখানে Payments অপশনে ক্লিক করবো।
তারপর ঐ ইন্টারফেসের নিচের দিকে Verify নামের একটি বাটন আছে সেখানে প্রেস করবো।
তাহলে নিচের ইমেজের মতো একটি টেক্স আসবে।

এখানে অতি সতর্কভাবে পিনটি টাইপ করবো,যাতে ভুল না হয়।
কারন পিন তিনবার ভুল করলে একাউন্ট বাতিল হবে।
টিন টাইপ করার পর নিচে Submit button-এ ক্লিক করলে পিনটি ভেরিফাইড হয়ে যাবে এবং নিচের স্ক্রীনসটের ইন্টারফেস আসবে।

এরপর উপরে যে নোটিশটি ছিল, তা আর থাকবে না। তাও যদি থেকে থাকে, তাহলে রিফ্রেস দিলে নোটিশটি চলে যাবে।
এভাবে Google adsense pin verified করতে হয়।
তাহলে এডসেন্স পিনটি ভেরিফাইড সাসসেসফুল হয়ে গেল।
Very nice post
Thank you
অনেক উপকারী পোস্ট
অনেক অনেক ধন্যবাদ।