আমরা অনলাইনে বিভিন্ন একাউন্ট ব্যবহার করে থাকি। যেমন-ফেসবুক,ইন্সটাগ্রাম, গুগল প্লাস, গুগল, পিন্টারেস্ট, টুইটার ইত্যাদি।
টুইটার একাউন্ট হলো অভিজাত শ্রেণীর একটি একাউন্ট। যেখানে আমাদের পোস্ট বা প্রোফাইল গুলো ভুল করা সমীচীন নয়।
তথাপিও যদি ভুল হয়ে ও যায়, তার সংশোধনের ব্যবস্থা ও রয়েছে।
তা সাথে সাথে সংশোধন করা অতীব জরুরী। কিন্তু এ কাজটি খুব সহজ মনে করলে ভুল করবেন।
আমাদের এন্ড্রোয়েড ফোনের ডেটা চালু করবো।
তারপর ফোনের মধ্যে টুইটার এ্যাপটি যেখানে আছে, সেখানে গিয়ে টুইটার এ্যাপ ক্লিক করবো।
তাহলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic-Twitter news feed |
এখানে যে ইন্টারফেস আসলো এইটা আসলে টুইটার ফিল্ড বা নিউজ ফিড।
এখানে উপরে বামপাশে আপনার ছবির পাশে Home লেখা থাকবে।
এখানে ক্লিক করবো তাহলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic-Twitter setting and privacy |
এখানে উপরে আপনার প্রোফাইল পিকচার ও নাম থাকবে।
তার নিচে কয়েকটি অপশন থাকবে। ওখানে Settings and privacy -অপশনে ক্লিক করবো।
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
এখানেও কয়েকটি অপশন আসবে। ওখান থেকেই
General অপশনে ক্লিক করবো।তারপর যে ইন্টারফেস আসবে সেখানে লেখা থাকবে।
This will deactivate your account অপশনে ক্লিক করবো।
ওখানে ক্লিক করলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic-Twitter This will deactivate your account |
এখানে আপনার টুইটার একাউন্টের পাসওয়ার্ড দিতে হবে।
অর্থাৎ টুইটার একাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দেয়া হয়েছিল।
সেইটা দিতে হবে।
পাসওয়ার্ড দেয়ার পর তার নিচে Deactivate এ ক্লিক করবো।
![]() |
Pic-Twitter Password |
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
এখানেও Yes,Deactivate এ ক্লিক করবো।
![]() |
Pic-Twitter Yes deactivate |
ব্যাচ, হয়ে গেল আপনার টুইটার একাউন্টি ডিলিট বা রিমুভ বা deactivated বা অকার্যকর।
নিচের ছবিতে লক্ষ্য করুন
![]() |
Pic-twitter Account deactivated |
যদি আবার নতুন করে টুইটার একাউন্ট খুলতে চান, তাহলে এই ব্লগে দেখবেন।পোস্ট দেয়া আছে।
Best
Fine