আমরা ইউটিউব চ্যানেল খুলি টাকা আয় করার জন্য মাসে মাসে ডলার আর্ন করার জন্য।
আর এ আয় করার জন্য একটি চ্যানেল সুন্দর করে মনের মতো করে সাজিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি।
ইউটিউবে টাকা আয় করতে গেলে, ইউটিউব কতৃপক্ষ কিছু নিয়ম বেধে দিয়েছে। এগুলো পুরণ করতে পারলে চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে এবং ভিডিওতে এড সো হবে,তারপর টাকা আসবে।
মনিটাইজেশন পাওয়ার প্রধান ও অন্যতম শর্ত হলো গত এক বছরে চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪,০০০ ঘন্টা বা ২,৪০,০০০ মিনিট ওয়াচ টাইম হতে হবে।
যখন চ্যানেলে ১০০ সাবস্ক্রাইবার হয়, তখন চ্যানেলের কিছু পরিবর্তন আসে ।
চ্যানেলটি সার্চে তাড়াতাড়ি আসে, ভিডিওগুলি যেকোন সোসাল মিডিয়ায় শেযার করা যায় এবং চ্যানেলটি ধীরে ধীরে rank এর দিকে অগ্রসর হতে শুরু করে।
চ্যানেলের যখন ১০০০ সাবস্ক্রাইবার হয়,তখন আমুল পরিবর্তন আসে।
চ্যানেলে নতুন ফিচার যোগ হয়।
যেমন-community-
video,
Live
and
Post.
তাছাড়া চ্যানেল নামের পাশ্বে ভিডিও চিহ্নটির পরিবর্তন আসে।
★Community:-
১০০০ সাবস্ক্রাইবার হলে এই ফিচারটি চ্যানেলে যোগ হয়।এর অর্থ সব জায়গায় ও সবার সাথে যেন সরাসরি যোগাযোগ করা যায় এবং চ্যানেল তাড়াতাড়ি grow করা যায়।
এই Community ফিচারের মধ্যে আবার তিনটি অপশন রয়েছে।
এগুলো হলো-
Video,
Live
এবং
Post.
★Video:-
১০০০ সাবস্ক্রাইবার হলে এই ফিচারের মাধ্যমে ইউটিউব চ্যানেলে সরাসরি ভিডিও করে আপলোড করা সুবিধা রয়েছে বা facilities রয়েছে।
★Live:-
সাবস্ক্রাইবার ১০০০ হলে Live ফিচারটি আপনার চ্যানেলে পেয়ে যাবেন,যার মাধ্যমে আপনি সরাসরি ভিউয়ারদের মাঝে পৌঁছিতে পারবেন ভিডিওর মাধ্যমে।
সরাসরি ভিউয়ারদের প্রশ্নোত্তরসহ যোগাযোগ করার facilities বা সুবিধা পেয়ে যাবেন।
এর মাধ্যমে লাইভ প্রোগ্রাম করতে পারবেন।
★Post:-
ভিউয়ারদেরকে ইনভাইটেশন, শুভেচ্ছা বা কোন কিছু লেখে বা ইমেজ বা ছবি পোস্ট করার সুবিধা পাওয়া যায় ১০০০ সাবস্ক্রাইবার হলে এই ফিচারের মাধ্যমে।
শূভেচ্ছা কার্ড,ছবি,ইমেজ,ব্যানার,ফেস্টুন ইত্যাদি এই ফিচারে প্রকাশ করার সুবিধা পাওয়া যায়।
এই ফিচারের পোস্ট বা ছবি গুলো ইউটিউবে পাবলিক হিসাবে সবার কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে।
তাছাড়া আপনার চ্যানেলের আপলোড করা ভিডিও বা প্লেলিস্ট এই ফিচারের মাধ্যমে শেয়ার করার সুবিধা বা বিশেষ facilities পাওযা যায়।
উপরের ছবিতে লাল চিহ্নিত স্থানগুলো লক্ষ্য করুন।
এক কথায় বলা যায় যে ১০০০ সাবস্ক্রাইবার মানে আপনার চ্যানেল সিঁড়ি বেয়ে উপরে উঠার একটি বিশেষ পথমাত্র।
———————————————
Pingback: ইউটিউব চ্যানেল গ্রো করতে সেট করুন-প্রোফাইল,ব্যানার ও ওয়াটারমার্ক ফটো
Pingback: কিভাবে ফোন দিয়ে ইউটিউবে পরিবর্তিত চ্যানেল নাম ফিক্স করবেন