ওয়ার্ডপ্রেস বা ব্লগার সাইটের জন্য সাধারণ ও জটিল সমস্যা হলো breadcrumbs issue.
সার্চ কনসোল breadcrumbs issue টি দৃশ্যমান হয়। breadcrumbs issue টি মুলতঃ ওয়েবসাইটের আর্টিকেলের লেবেলের জন্য হয়ে থাকে।
পোস্ট লেখা আপলোড করার সময় লেবেলে মাত্রা অতিরিক্ত বা বেশি লেবেল সেট করলে বা এড করলে সার্চ কনসোলে এই breadcrumbs issue দেখা দেয়।

ফলে পোস্টটি গুগল ইনডেক্স হয় না।যার জন্য সাইটটি rank হারায়। ভিজিটর আসে না।
তাই breadcrumbs issue টি খুব তাড়াতাড়ি ফিক্স করতে হয়। তো কিভাবে এইটি ফিক্স করবো, তাই না?
দেরি না করে টিউটোরিয়ালটি শুরু করে দেই।
এন্ড্রোয়েড ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার যে কোন একটি ব্রাউজারে প্রবেশ করবো। যেমন গুগল বা ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি।
আমি গুগল ব্রাউজারে প্রবেশ করতে যাচ্ছি।
গুগল ব্রাউজারে সার্চ বক্সে গিয়ে google search console লিখে সার্চ দিবো।
তারপর যে ফিল্ড আসবে ওখানে উপরের লিংকটিতে প্রবেশ করবো।
সার্চ কনসোলে পুর্বে লগইন করা না থাকলে, যে ইমেল দিয়ে ওয়েবসাইটটি তৈরি করা সেই ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
এরপর Overview এর একটি ইন্টারফেস আসবে, সেখানে উপরে বামপাশে থ্রি লাইনে ক্লিক করবো।
তাহলে কয়েকটি অপশন আসবে, তার মধ্য থেকে নিচের ছবিতে লাল মার্ক করা breadcrumbs অপশনটিতে প্রেস করবো।

তাহলে valid with warnings একটি ঘর আসবে।
সেখানে breadcrumbs issue কয়টি হয়েছে, সেই কয়টি সংখ্যা দেখাবে। নিচের ছবিতে লাল তীর চিহ্নের মাথায় দেখুন।
ওখানে ক্লিক করলে নিচে data-vocabulary.org schema deprecated দেখাবে সেখানে ক্লিক করতে হবেে।

এখানে ট্যাপ করলে নিচে কয়েকটি ইস্যু লিংক আসবে।
যেকোন একটি লিংক কপি করে উপরে সার্চ বাটনে ক্লিক করে লিংকটি পেস্ট করে দিয়ে ইন্টার করবো।
তাহলে যে ইন্টারফেস সেখানে VIEW TESTED PAGE উপর ক্লিক করলে নিচের ইমেজের মতো ফিল্ড আসবে।
যে পোসটটি বা আর্টিকেলটিতে ব্রডক্রাম সমস্যা আছে সেই পোস্টি দেখাবে। নিচের মডেলটি দেখুন।
সেই পোস্টিটি দেখে আমরা চলে যাবো ব্লগার সাইটে বা ওয়ার্ডপ্রেস সাইটে।
সেখানে গিযে পোস্টটির লেবেল বা ট্যাগ ইডিট করবো।
ব্লগার সাইটে যে পোস্ট বা আর্টিকেলটি ব্রডক্রাম সমস্যা আছে, সেই পোস্টটির উপর প্রেস করবো।
তারপর যে ইন্টারফেস আসবে, সেখানে উপরে ডানদিকে একটি গিয়ার আইকন ⚙️ রয়েছে, সেখানে ক্লিক করলে প্রথমে লেবেল অপশনটি বের হয়ে আসবে।
ব্লগার সাইটে লেবেল যদি বেশি বা বড় বা কয়েকটি হয়ে থাকে,তাহলে সেগুলো কেটে দিয়ে একটি পোস্ট বা আর্টিকেল উপযোগী লেবেল রাখতে হবে।
এরপর উপরে ডানদিকে এ্যারো চিহ্নটিকে ক্লিক করে পোস্টটি আপডেট করবো।
আবার ওযার্ডপ্রেস ড্যাসবোর্ডে লগিন করে উপরে বামপাশে থ্রী লাইনে ক্লিক করবো,অনেকগুলো অপশন আসবে ওখান থেকে প্রথমে Posts ও পরে all posts অপশনে ক্লিক করবো।
সব পোস্ট গুলো চলে আসবে,সেখানে যে পোস্টটিতে সমস্যা, তার নিচে ইডট বাটনে ক্লিক করবো।
এরপর নিচের দিকে আসবো ট্যাগ বাটনে।
ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে ট্যাগগুলি কেটে ছোট বা কমিয়ে দিতে হবে।
অর্থাৎ ব্লগার সাইটের মতো একটি ট্যাগ রেখে নিচে update বাটনে ক্লিক করে সেভ করতে হবে।
এভাবে যে কয়টি পোস্টে ব্রডক্রাম সমস্যা দেখাবে,সেই কয়টি সংশোধন করবো একইভাবে।
এখন আমরা ফিরে যাবো google search console dashboard সেখানে ইস্যুর যে লিংকগুলো রয়েছে, সেগুলো কপি করে, উপরে সার্চ বাটনে ক্লিক করে লিংকটি পেস্ট করে দিয়ে ইন্টার করবো।
তাহলে নিচের ফটোর মতো একটি ফিল্ড আসবে,
এখানে একটু নিচের দিকে REQUEST INDEXING বাটন আছে তাতে ট্যাপ করবো।

সমস্যার আর্টিকেল সংশোধন করে আবার ইনডেক্স করতে গুগলের অনুরোধ করা হচ্ছে।
এভাবে ইস্যুকৃত সব গুলো পোস্টের লিংক গুলো ইনডেক্সের জন্য রিকুয়েষ্ট করবো, তাহলে নিচের picture এর মতো একটি গেট আপ আসবে।

এখানে Indexing requested লেখা আসবে এবং সঙ্গে সঙ্গে অথবা কোন কোন ক্ষেত্রে ২৪ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে।
তারপর breadcrumbs issue সমাধান বা fix হয়ে যাবে এবং ব্রডক্রাম অপশনটি সবুজ রংয়ের হয়ে যাবে। সাইটটি গতি সচল হবে, ভিউ আসবে আগের মতো।
এ সম্পর্কে আরো ভালোভাবে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন-
https://youtu.be/N17ZdalgU9A
এ সম্পর্কিত আরো কয়েকটি পোস্ট
কিভাবে সম্পুর্ণ ফ্রী ব্লগসাইইট তৈরি করে ডলার আয় করবেন
কিভাবে ব্লগের জন্য ফোন দিয়ে ফ্রী থিম ডাউনলোড করবেন
মোবাইল দিয়ে কিভাবে টেমপ্লেট বা থিম ব্লগে কাস্টমাইজ বা আপলোড করবেন