আমরা ব্লগার বা ওয়েবসাইট চালাই টাকা আয় করার জন্য। আর টাকা আয় করতে গেলে আমাদের সাইটটি মনিটাইজেশন করতে হবে এবং তা এপ্রুভ করতে পারলেই টাকা ইনকাম করা সম্ভব হবে। |
সে জন্য আমাদের ব্লগ সাইট বা ওয়েবসাইটটি সুন্দর করে সাজাতে হবে,যাতে সহজেই মনিটাইজেশন এপ্রুভ হয়। ওয়েবসাট সাজানোর এমন একটি উপাদান হলো শেয়ার বাটন এ্যাড করা বা সেট করা।
তো বন্ধুরা এখন আলোচনা আরম্ভ করে দেই।
প্রথমে আমরা যেকোন একটি ব্রাউজারে ব্রাউজ করবো। আমি ক্রোম ব্রাউজারে ব্রাউজ করলাম। নিচের ছবিতে লক্ষ্য করুন।
![]() |
Pic-chrome browser field |
ক্রোম ব্রাউজার ওপেন করে এর উপরে ডানদিকে এরো চিহ্নিত স্থান থ্রি ডটে ক্লিক করবো।
তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে,ওখানে ঐ অপশনগুলো থেকে desktop site এ টিক দেবো। তাহলে মোবাইল মোডটি কম্পিউটার মোড হয়ে যাবে।
![]() |
Pic-desktop site |
তারপর সার্চবক্সে youtube.com লিখে সার্চ দিবো। তাহলে নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
এখানে লাল গোল চিহ্নিত স্থান উপরে ডানদিকে চ্যানেলের লোগোতে -এ ক্লিক করবো।
তারপর কয়েকটি অপশন আসবে।
সেখানে your channel -এ ক্লিক করবো।
তাহলে নিচের ছবির মতো একটি নতুন ইন্টারফেস আসবে।
এখানে চ্যানেলের কভার ফটোর নিচে পাশাপাশি দুটি অপশন রয়েছে,
তার বামপাশ্বরের লাল মার্ক করা অপশন Customize channel option এ ক্লিক করবো।
তারপর যে ইন্টারফেস আসবে এখানে কভার ফটোর উপর ক্লিক করবো।
তাহলে তার উপরে ডানদিকে একটি কলম চিহ্ন ভাসবে,সেই কলমটির উপর ক্লিক করবো।
তখন দুটি অপশন আসবে,এখানে edit channel art এ ক্লিক করবো। তখন নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।
![]() |
Pic-channel art select |
ওখানে লাল গোল চিহ্নিত স্থান select a photo to your computer অপশনে ক্লিক করবো।
তাহলে ফোনের গ্যালারিতে চলে যাবে, এখানে চ্যানেল কভার ফটোর জন্য মনোনীত ছবিটি সেলেক্ট করে,ওকে করবো। এরপর নিচের ছবির মতো তিনটি ফর্মে আসবে ফটোটি।
তিন ধরণের ডিভাইসে তিন রকম দেখাবে।কম্পিউটারে এক রকম,স্মার্টটিভিতে আর এক রকম বড় পর্দায় এবং মোবাইল ডিভাইসে এক রকম দেখাবে।
তারপর ফটোটি একটু ক্রোপ করে বাড়িয়ে দিয়ে ওকে করবো।
তাহলে কভার ফটো সেট বা ইডট বা পরিবর্তন করা হলো।
এবার চ্যানেল লোগোটি সেট করবো বা ইডিট করবো বা পরিবর্তন করবো।
এজন্য কভার ফটোর উপরে বামপাশে চ্যানেল লোগো বা চ্যানেল মনোগ্রামটিতে ক্লিক করবো।
তারপর একটি কলম চিহ্ন ভাসবে,সেই কলমটিতে নিচের ছবিতে এরো চিহ্নিত ক্লিক করবো।
![]() |
Pic-channel logo set up |
তাহলে নিচের ছবির মতো লোগোসহ নতুন একটি ইন্টারফেস আসবে। ওখানে লোগোর নিচে বামপাশে লাল মার্ক করা স্থান Change option-এ ক্লিক করবো।
![]() |
Pic-channel logo change |
তাহলে গ্যালারী চলে আসবে, এখানে চ্যানেলের জন্য মনোনীত তৈরি করা লোগোটি সেলেক্ট করে ওকে করবো,তাহলে লোগোটি সেট বা পরিবর্তন বা ইডিট হয়ে গেল। তাহলে সবকাজ শেষ।
——————————————————————