আমরা ইউটিউব ভিডিও মেক করি, এগুলো ইডিট করি,আবার এগুলো ইউটিউবে বা ফেসবুক পেজে বা টুইটার বা ইন্সটাগ্রামে আপলোড করি।কিন্তু সব ভিডিও ভাইরাল বা সব চ্যানেল Rank করে না।
কারণ আমরা ঠিকভাবে টাইটেল বা ডেসক্রিপশন বা ট্যাগ দিতে পারি না বা দেই না।
তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালে এন্ড্রোয়েড ফোন দিয়ে ইউটিউব ভিডিও ট্যাগ সমন্ধে আলোচনা করতে যাচ্ছি-
ভিডিও ট্যাগ করতে আমাদের প্রয়োজন দুটি এ্যাপ একটি হলো #Tag You
এবং অপরটি হলো YT Studio
প্রথমে আমরা আমাদের মোবাইলের play store থেকে উপরের এ্যাপ দুটি ইন্সটল করে নিবো।
অর্থাৎ play store এ গিয়ে সার্চ বক্সে উপরোক্ত এ্যাপ গুলো এক এক করে লিখে সার্চ দিয়ে তার পর ইন্সটল করবো উপরের ছবির মতো মনোগ্রাম দেখবেন।
কোন ভিডিও তে ট্যাগ সেট করতে। ভিডিওর টাইটেলটি ইউটিউবে সার্চ বক্স লিখে সার্চ দিলে লিস্টে বেশ কয়েকটি ভিডিও আসবে সেখান থেকে উপরের ভিডিওটির ডান পাশ্বে থ্রি ডট লাইনে ক্লিক করবো।
এরপর Share অপশনে ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে,সেখানে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবো।উপরের ছবির মতো।
তারপর #Tag You app এ ক্লিক করলে নিচের ছবি মতো আসবে। এখানে GET TAGS FROM URL এ ক্লিক করবো।
তিনটি অপশন আসবে এখানে Past এ ক্লিক করবো।তাহলে ইউটিউব ভিডিওর ট্যাগগুলো এসে যাবে নিচের ছবির মতো।
ট্যাগগুলোর মধ্যে বেচে বেচে ভাল ট্যাগগুলোর উপর ক্লিক করবো পরপর।
এরপর নিচের দিকে কপির চিহ্ন💾 আছে ওখানে ক্লিক করবো।
নিচের ছবির মতো দেখতে পাবেন।ট্যাগগুলো কপি হয়ে গেল।
এরপর YT Studio app এ ক্লিক করলে নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
আপনার যে ভিডিওটিতে Tag সেট করবো তার উপর ক্লিক করবো।তারপর ভিডিওর উপর একটি কলম📝 নিচের ছবির মতো এখানে ক্লিক করবো।
তারপর ক্রলিং করে নিচের দিকে গিয়ে দেখবো Tag উপর ক্লিক করবো।এরপর পুর্বের কপি করা Tag গুলো পেস্ট করে দিলে নিচের ছবির মতো হবে।
এরপর ক্রলিং করে আবার উপরে যাব।উপরে ডানদিকে save অপশনে ক্লিক করলে কাজ শেষ
বন্ধুরা এর আগে আপনার ভিডিওতে যা ভিউ হতো এখন তার ১০ গুন ভিউ হবে।
ফলে এভাবে ভিডিও ভাইরাল হবে এবং একসময় আপনার চ্যানেল Rank করবে।