Netis WF2409E 300Mbps স্বল্পমুল্যে ভালো ওয়াই-ফাই রাউটার উন্নতমানের ও উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি রাউটার। নেটওয়ার্ক সিস্টেম বাজারের অন্যান্য রাউটারের চেয়ে অনেক ভালো।আমরা অনলাইন ব্যবহার করি ডাটা ও ওয়াই-ফাইয়ের মাধ্যমে। কেউ আমরা ডাটা কিনে ব্যবহার করি,তাতে একটু খরচ বেশি হয়।
আর পক্ষান্তরে ওয়াই-ফাইয়ে অনেক খরচ কম হয়। অতি অল্প দামে এই ওয়াই-ফাই রাউটারটি সম্পর্কে একটু বর্ণনা করবো। এটির ক্ষমতা সর্বোচ্চ ৩০০ mbps। অর্থাৎ তিন লক্ষ kbps.বাংলাদেশি টাকায় এর দাম শেষের দিকে উল্লেখ করবো।
Netis WF2409E 300Mbps স্বল্পমুল্যে ভালো ওয়াই-ফাই রাউটার-এর আনবক্সিং সেটিংস এবং সংযোগ সম্পর্কে এখন বিস্তারিত জানবো।
আনবক্সিং :-
এটি মার্কেট থেকে কিনে এনে আনবক্সিং করবো। রাউটারটির নাম হলো-Netis WF2409E 300Mbps স্বল্পমুল্যে ভালো ওয়াই-ফাই রাউটার।
নিচের ছবিতে লক্ষ্য করুন ঐ রাউটার বক্সে যা যা পেলাম-
১। ১টি রাউটার তিনটি এন্টেনাযুক্ত।
২। ১টি পাওয়ার ক্যাবল বা চার্জার।
৩। ১টি কম্পিউটার ক্যাবল।
৪। ১টি ওয়ারেন্টি কার্ড (১ বছর ওয়ারেন্টি)।
এবং
৫। ১টি ম্যানুয়েল বুক বা পরিচালনা বই।

সংযোগ ও সেটিংস :-
ওয়াই-ফাই সংযোগটি আগে থেকে টেনে নিয়ে রাউটারটি সেটিংস করতে হবে। নিচের ছবিতে সংযোগটি ভালো করে দেখুন। ঐভাবে সেটিংস করতে হবে।
অর্থাৎ নিচের ছবিতে স্থানটিতে ওয়াই-ফাই সংযোগ ক্যাবলটি পুস ইন করবো।

তারপর চার্জার বা পাওয়ার ক্যাবলটি একপাশে বিদ্যুৎ সংযোগ এবং অপরপ্রান্তে রাউটারে 2 নং চিহ্নিত স্থানে সংযোগ দিতে হবে। তাহলে সংযোগ সেটিংস হয়ে গেল।
এরপর মোবাইলটি চালু করে ফোনের settings এ্যাপসে যাব। ওখানে গিয়ে Network and Internet এ ক্লিক করবো।
এরপর wi-fi সেটিংসে ক্লিক করবো।
এখানে Add Network এ ক্লিক করবো।
তারপর ওখানে যেকোন নাম বা আপনার নাম এবং পাসওয়ার্ডে একটি পাসওয়ার্ড দিয়ে connect এ ক্লিক করলেই ওয়াই-ফাই সংযোগ হয়ে গেল। এবার খুব সুন্দরভাবে অনলাইন চালোনো যাবে।
তো বন্ধুরা রাউটারটির দামে কথা বলি। দাম অতি অল্প Netis WF2409E 300Mbps স্বল্পমুল্যে ভালো ওয়াই-ফাই রাউটারটির খুচরা মুল্য মাত্র ১৪০০ টাকা(এক হাজার চারশত টাকা মাত্র)। আপনাদের নিকটস্থ মার্কেটে পাবেন।
আজ এ পর্যন্তই রইলো।আবার দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।
বন্ধুরা আর্টিকেলটি ভালো লাগলে বা কার্যকরী হলে ফলো করবেন ও শেয়ার করবেন, কেমন?
পরিশেষে বলি,ভালো থাকবেন,সুস্থ্য খাকবেন।
আল্লাহ হাফেজ।
★নিচে কিছু সহায়ক টিউটোরিয়াল:-