OPPO F19 Pro Android OPPO Find X3 and OPPO Find X3 Pro শীঘ্রই বাজারে আসছে সেরা ফোন অপ্পো এফ-১৯ প্রো এন্ড্রোয়েড ফোনটি।স্মার্টফোন জগতে সবচেয়ে জনপ্রিয় ও কমদামে সেরা ফোনটি খুব তাড়াতাড়ি মার্কেটিং হতে যাচ্ছে।OPPO F19 Pro Android ফোনটির গুনগত মান ও ক্যামেরা ক্যাপাসিটি জানলে আজই কিনতে চাইবেন।
আজকের আর্টিকেলে আমরা ফোনটি সম্পর্কে যা জানতে পারবো। তা হলো-
১.অপ্পো এফ১৯ প্রো কোন ব্রান্ডের?
২.সাধারণ তথ্য।
৩.ব্যাটারী।
৪.প্রধান ক্যামেরা।
৫.পারফরম্যান্স।
৬.ফোন স্টোরেজ।
৭.টেকনোলজি ও নেটওয়ার্ক।
৮.অন্যান্য তথ্য।
৯.বাজারে কবে আসবে ও দাম কত?
১০.উপসংহার।
১.অপ্পো এফ১৯ প্রো কোন ব্রান্ডেরঃ-
গুগল সমর্থিত চীনা প্রডাক্ট ৯১ টি এন্ড্রোয়েড মোবাইল বাজারে নিয়ে আসছে। তারমধ্যে
চায়না প্রযুক্তি সম্পুর্ন নতুন সেরা ও জনপ্রিয় সম্ভাব্য একদম স্বল্পমুল্য বাজারে ছাড়ছে এই এন্ড্রোয়েড ফোনটি। ফোনটির ব্যাটারি,RAM ও ROM স্পেস অনেক বেশি এবং ক্যামেরার কথা তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আসুক না বাজারে তারপর বুঝতে পারবেন যে ফোনটি আসলে কেমন।
২.সাধারণ তথ্যঃ-
ব্রান্ড-চায়না
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-বিদ্যমান।
প্লেসমেন্ট-নন-রিমুভেবল।
দেখতে-অনেক সুন্দর।
মোবাইলের রং-তিনটি।
৩.ব্যাটারীঃ-
ব্যাটরী টাইপ-লি-পলি বা লিথিয়াম পলিমার।
ব্যাটারী ক্যাপাসিটি-৪০০০এমএএইচ।
চার্জিং-ফাস্ট ব্যাটারী চার্জিং ১২৫ ওয়াট/w
কুইক চার্জ- সক্রিয়।
স্থানান্তর-অমোচণীয়।
৪.প্রধান ক্যামেরাঃ-
OPPO F19 Pro Android সেটির ক্যামেরা অত্যন্ত শক্তিশালী।
ক্যামেরা রেজুলেশন-
৪৮ এমপি ৷ এফ/১.৮.২৬ এমএম(ওয়াইড);১/২°০” ০.৮ মিউএম,পিডিএএফ।
৮এমপি এফ/২.২,১১৯?
২এমপি এফ/২.৪(ম্যাকরো)
২এমপি এফ/২.৪(ডিপ)।
অটো ফোকাস-সক্রিয়।
ফ্লাশ-এলইডি ফ্লাশ।
ফিচার-এলইডি ফ্লাশ,এইচডিআর,প্যানোরোমা।
ভিডিও রেজুলেশন-১৪৪০পি@৩০এফপিএস,২৫৬০×১৪৪০ পিক্সেল।
সেলফি ক্যামেরা-
পিক্সেল ডেনসিটি-৪০৮পিপিআই।
টাচ্ স্ক্রীন-ক্যাপাসিটিভ টাচ্ স্ক্রিন।
মাল্টি টাচ্-সক্রিয়।
৫.পারফরম্যান্সঃ-
অপারেটিং সিস্টেম- এনাড্রোয়েড ১১।
চিপসেট-মিডিয়াটেক হ্যালিও পি৯৫।
সিপিইউ-অক্টোকোর(২×২.২জিএইচজেড কর্টেক্স-এ৭৫
৬×২ জিএইচজেড কর্টেক্স-এ৫৫।
জিপিইউ-পাওয়ার ভিআর জিএম৯৪৪৬।
ডাইমেনশন-১৬০.১×৭৩.৮×৭.৫এমএম।
ওয়েট বা ওজন-১৬৪ গ্রাম(জি)।
সাইজ-৬.৪৩ ইঞ্চি।
ডিসপ্লেকালার-১৬এম কালারস।
সেট কালার-ম্যাজিক ব্লু,ম্যাটা ব্লাক ও ম্যাটলিক হোয়াইট।
বিল্ড-গ্লাস ফ্রন্ট(গরিলা গ্লাস ৩+),প্লাস্টিক ব্যাক।
৬.ফোন স্টোরেজঃ-
ইন্টারনাল স্টোরেজ(ROM)-১২৮ জিবি।
কার্ড স্লোট-মাইক্রো এসডিএক্সসি।
মেমোরী(RAM)-৮জিবি।
ইউএসবি ওটিজি সাপোর্ট-সক্রিয়।
ডিসপ্লেঃ- ডিসপ্লে টাইপ-সুপার এ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ্ স্ক্রিন।
ডিসপ্লে রেজুলেশন- ১০৮০×২৪০০ পিক্সেল, ২০ঃ৯ রেসিও।
৭.টেকনোলজি ও নেটওয়ার্কঃ-
OPPO F19 Pro Android মোবাইল সেটটির টেকনোলজি ও নেটওয়ার্ক অত্যন্ত ভাল।
টেকনোলজি-জিএসএম/সিডিএমএ/এইচএসপিএ/ইভিডিও/এলটিই।
নেটওয়ার্ক-
২জি নেটওয়ার্ক-জিএসএম৮৫০/৯০০/১৮০০/১৯০০-সিম-১,২।
৩জি নেটওয়ার্ক-এইচএসডিপিএ৮৫০/৯০০/১৯০০/২১০০।
৪জি নেটওয়ার্ক-এলটিই,জিপিআরএস/ইডিজিই।
সিম- ডুয়েল সিম বা দুই সিম(নানো সিম,ডুয়েল স্ট্যান্ড বাই)।
৮.অন্যান্য তথ্যঃ-
সেন্সর- ফিঙগার প্রিন্ট
ম্যাসেজিং-এসএমএস,এমএমএস,ইমেইল,পুশ ইমেইল,আইএম।
ব্রাউজার-এইচটিএমএল৫।
ডাব্লিউ লেন-ওয়াই-ফাই৮০২.১১ a/b/g/n/ac.
ডুয়েল বন্ড,ওয়াই-ফাই ডাইরেক্ট, হটস্পট।
ব্লুটুথ-৫.০এ২ডিপি,এলই।
জিপিএস-হ্যাঁ। সাথে এ-জিপিএস,জিএলওএনএএসএস,জিএএলআইএলইও,বিডিএস।
ইএসবি-২.০ টাইপ-সি১.০ রিভার্সিবল কানেক্টর।
ইউএসবি অন-দ্যা-গো।
৯.বাজারে কবে আসবে ও দাম কতঃ-
OPPO F19 Pro Android OPPO Find X3 and OPPO Find X3 Pro ফোনটি আগামী মাসেই ভারতের বাজারগুলোতে পাওয়া যেতে পারে বলে কতৃপক্ষ জানান। অর্থাৎ মার্চের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে ফোনটি বাজারে পাওয়া যাবে।
আর বাংলাদেশের মার্কেটে আসবে হয়তো তারও পরে ১০/১২ দিন লাগতে পারে। তবে হ্যাঁ ফোনটি তৈরি কম্পিলিট এখন বাজারজাতের অপেক্ষায়।
এই ফোনের মুল্য বাংলাদেশি টাকায় মাত্র ২৭০০০টাকা। সাতাশ হাজার টাকা। যা অন্যান্য ব্রান্ডের ফোনের চেয়ে অনেক কম।
এ সম্পর্কিত আরো কয়েকটি পোস্টঃ-
কিভাবে সিম্ফনি আই টেন ফোনে ক্যামেরা এ্যাপ দিয়ে ভিডিও করলে খুব সুন্দর ভিডিও পাওয়া যায়।
এন্ড্রোয়েড ফোনে মিক্স ক্যামেরা এ্যাপ দ্বারা কিভাবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন।
কিভাবে সেটিংস করলে ফোন গরম ও ব্যাটারী খরচ থেকে রক্ষা পাবেন।
ভিডিও
১০.উপসংহারঃ-
পরিশেষে বলা যায় যে জনপ্রিয় ও সেরা ফোনটিতে রিয়ার ক্যামেরা সেট আপ সহ ১০× লসলেস জুম বৈশিষ্ট্যযুক্ত ক্যামেরার চিত্রগুলি বাঁকানো প্রদর্শণ ক্যামেরা মডিউল থাকা মোবাইলটির অপেক্ষায় থাকা ছাড়া আর কোন উপায় নেই।