মোবাইল বা কম্পিটার এর জন্য সবচেয়ে সহজ এবং ভাল কীবোর্ড এ্যাপ্লিকেশন হলো Ridmik keyboard/রিদমিক কীবোর্ড।
এখন কথা হলো এই কীবোর্ড কি করে পাবো বা কেমন করে সেটিং করবো,তার না?
এই কীবোর্ড পেতে হলে প্রথমে এন্ড্রোয়েড ফোন বা কম্পিউটারের playstore app এ যাব।
playstore এর সার্চ বক্সে Ridmik keyboard লিখে
সার্চ দিলে উপরে ইমেজের মতো কীবোর্ড আসবে।
version 5.5.1
reviews 169k
download 10M+
এইটা Install করবেন।
এরপর Open এ ক্লিক করে সেটিং করতে হবে।
সেটিংসে গিয়ে ফোন বা মোবাইল language এর সঙ্গে এ্যাড করবেন।
তারপর Theme Selecte করবেন।
বিভিন্ন রংএর থিম আছে, যেটা ভাল লাগে সেইটা সিলেক্ট করুন।
তারপর কীবোর্ড সেটিংস করুন জাতীয় ও প্রভাত দুই ধরনের কীবোর্ড আছে।
জাতীয় টাই একটিভ করবেন।জাতীয় টা টাইপিং এ খুব সহজ।
সব সেটিং হয়ে গেল এবার ব্যবহার করতে পারেন।