এন্ড্রোয়েড ফোনে সবার চেয়ে ভালো ক্যামেরা আমরা সবাই চাই, কিন্তু তা পাইনা। আবার পেয়েও যাই তাই না?
প্রথমে আমরা সিম্ফনি আই টেন ফোনের ক্যামেরা এ্যাপে ক্লিক করবো।
নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
![]() |
Pic-symphony i10 camera |
তারপর ঐ ইন্টারফেসকে আঙ্গুল দিয়ে টেনে স্কিনটা বামপাশে টান দিবো।
তাহলে যে ইন্টারফেস আসবে, সেখানে ক্যামেরা সেটিংস নরমাল রাখবো।নিচের ছবির মতো
![]() |
Pic-Camera setting |
এরপর আঙ্গুল দিয়ে আবার ডানপাশে দুইবার
টান দেবো। নিচের ছবির মতো।
ভিভিও সেটিংসঃ-
এখানে কিছু সেটিংস করলে এ্যাপটির ক্যামেরা বা ভিডিও গুলো অনেক সুন্দর ও ফাটাফাটি ছবি বা ভিডিও হবে।
![]() |
Pic-Video camerasettings |
এখানে আমরা picture size ও video quality এই দুটি সেটিংস করলেই হয়ে যাবে।
আর অন্যকিছু সেটিংস না করলেও হবে।
নিচের ছবিতে লক্ষ্য করুন।
ঐ ইন্টারফেসের picture size অপশনে এ ক্লিক করবো। সেখানে 8 M অর্থাৎ ৮ মেগাপিক্সেলে রাখলে ভিডিও বা ছবি অত্যন্ত ফাটাফাটি হবে।
![]() |
Pic-Camera size settings |
Symphonyi10 ফোনে ক্যামেরাএ্যাপ দিয়েভিডিও করার জন্য
তারপর video quality তে ক্লিক করবো তারপর নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
সেখানে আমরা video quality 1080p তে রাখলে
অনেক সুন্দর ভিডিও তৈরি করা যাবে।
নিচের ছবির মতো ইন্টারফেস আসবে।
![]() |
Pic-Video quality settings |
সেটিংস মোটামুটি শেষ। এখন আমরা ভিডিও করে দেখি কেমন হয়।
সেই ভিডিওর একটি শট নিচের ছবিতে দেয়া হলো।
তাহলে লক্ষ্য করুন কেমন হলো।
আমার মনে হয় অনেক সুন্দর ভিডিও বা ছবি।
![]() |
Pic-Video camera shot |
আরো পড়ুন।
এন্ড্রোয়েড ফোনের জন্য শ্রেষ্ঠ ক্যামেরা এ্যাপ ওপেন ক্যামেরা এ্যাপ